একবার ডিপোজিটে আজীবন ৫০ হাজার টাকা পেনশন, LIC-র এই পলিসি সম্পর্কে জানেন তো?

Last Updated:
পলিসি নেওয়ার সময় যে পেনশন শুরু হয়, আজীবন তাই থাকে। অর্থাৎ পেনশনের পরিমাণে হেরফের হয় না।
1/7
শুধু জীবন বিমা নয়। গ্রাহকদের জন্য একাধিক পলিসি রয়েছে এলআইসির। কোনওটা উচ্চশিক্ষার জন্য, কোনওটা আবার সঞ্চয় কাম বিমা প্ল্যান। এলআইসির একাধিক পেনশন স্কিমও রয়েছে। এতে প্রতি মাসে পেনশনের সুবিধা পান গ্রাহকরা। এইআইসি-র এই স্কিমে এককালীন পুরো টাকা দিয়ে দিতে হয়। তারপর ৪০ বছর বয়স থেকে গ্রাহককে পেনশন দিতে শুরু করে এলআইসি। এলআইসির এই পলিসির নাম ‘সরল পেনশন যোজনা’।
শুধু জীবন বিমা নয়। গ্রাহকদের জন্য একাধিক পলিসি রয়েছে এলআইসির। কোনওটা উচ্চশিক্ষার জন্য, কোনওটা আবার সঞ্চয় কাম বিমা প্ল্যান। এলআইসির একাধিক পেনশন স্কিমও রয়েছে। এতে প্রতি মাসে পেনশনের সুবিধা পান গ্রাহকরা। এইআইসি-র এই স্কিমে এককালীন পুরো টাকা দিয়ে দিতে হয়। তারপর ৪০ বছর বয়স থেকে গ্রাহককে পেনশন দিতে শুরু করে এলআইসি। এলআইসির এই পলিসির নাম ‘সরল পেনশন যোজনা’।
advertisement
2/7
সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান: এলআইসির সরল পেনশন যোজনা একক প্রিমিয়াম পেনশন প্ল্যান। অর্থাৎ পলিসি কেনার সময়ই এককালীন টাকা দিয়ে দিতে হবে। এরপর আর চিন্তা করতে হবে না। সারাজীবন পেনশন পাবেন গ্রাহক। পলিসির মেয়াদে পলিসি হোল্ডার মারা গেলে একক প্রিমিয়ামের পরিমাণ নমিনিকে ফেরত দেওয়া হয়।
সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান: এলআইসির সরল পেনশন যোজনা একক প্রিমিয়াম পেনশন প্ল্যান। অর্থাৎ পলিসি কেনার সময়ই এককালীন টাকা দিয়ে দিতে হবে। এরপর আর চিন্তা করতে হবে না। সারাজীবন পেনশন পাবেন গ্রাহক। পলিসির মেয়াদে পলিসি হোল্ডার মারা গেলে একক প্রিমিয়ামের পরিমাণ নমিনিকে ফেরত দেওয়া হয়।
advertisement
3/7
সোজা কথায়, সরল পেনশন যোজনা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান অর্থাৎ পলিসি কেনার সঙ্গে সঙ্গে পেনশনের টাকা পেতে শুরু করেন গ্রাহক। পলিসি নেওয়ার সময় যে পেনশন শুরু হয়, আজীবন তাই থাকে। অর্থাৎ পেনশনের পরিমাণে হেরফের হয় না।
সোজা কথায়, সরল পেনশন যোজনা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান অর্থাৎ পলিসি কেনার সঙ্গে সঙ্গে পেনশনের টাকা পেতে শুরু করেন গ্রাহক। পলিসি নেওয়ার সময় যে পেনশন শুরু হয়, আজীবন তাই থাকে। অর্থাৎ পেনশনের পরিমাণে হেরফের হয় না।
advertisement
4/7
পলিসির বিশেষত্ব: সর্বনিম্ন ৪০ বছর বয়সে সরল পেনশন যোজনা পলিসি কেনা যায়। সর্বোচ্চ বয়স ৮০ বছর।  এই পলিসিতে গ্রাহককে সারাজীবন পেনশন দেওয়া হয়।  পলিসি কেনার তারিখ থেকে ৬ মাস পর যে কোনও সময় সরল পেনশন যোজনা স্কিম সারেন্ডার করা যায়।
পলিসির বিশেষত্ব: সর্বনিম্ন ৪০ বছর বয়সে সরল পেনশন যোজনা পলিসি কেনা যায়। সর্বোচ্চ বয়স ৮০ বছর। এই পলিসিতে গ্রাহককে সারাজীবন পেনশন দেওয়া হয়। পলিসি কেনার তারিখ থেকে ৬ মাস পর যে কোনও সময় সরল পেনশন যোজনা স্কিম সারেন্ডার করা যায়।
advertisement
5/7
গ্রাহক প্রতি মাসে ন্যূনতম ১০০০ টাকা পেনশন পেতে পারেন।
গ্রাহক প্রতি মাসে ন্যূনতম ১০০০ টাকা পেনশন পেতে পারেন।
advertisement
6/7
কত টাকা পেনশন মিলবে: আগেই বলা হয়েছে, এই পেনশন স্কিমে ন্যূনতম ১০০০ টাকা পেনশন পাওয়া যায়। ৪০ বছর বয়সী কোনও ব্যক্তি যদি ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম দেন তাহলে তিনি সারাজীবন বার্ষিক ৫০,২৫০ টাকা করে পেনশন পাবেন। পলিসি কেনার পরেই যদি কেউ জমা করা অর্থ ফেরত চান তাহলে ৫ শতাংশ কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে।
কত টাকা পেনশন মিলবে: আগেই বলা হয়েছে, এই পেনশন স্কিমে ন্যূনতম ১০০০ টাকা পেনশন পাওয়া যায়। ৪০ বছর বয়সী কোনও ব্যক্তি যদি ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম দেন তাহলে তিনি সারাজীবন বার্ষিক ৫০,২৫০ টাকা করে পেনশন পাবেন। পলিসি কেনার পরেই যদি কেউ জমা করা অর্থ ফেরত চান তাহলে ৫ শতাংশ কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে।
advertisement
7/7
পলিসির বিরপীতে ঋণ পাওয়া যাবে: এইআইসি-র সরল পেনশন যোজনা পলিসির বিপরীতে লোন নেওয়া যায়। বিশেষ করে অসুস্থতার জন্য। পেনশন প্ল্যানের সঙ্গেই গুরুতর রোগের তালিকা দেওয়া হয়। পলিসি সারেন্ডার করলে বেস প্রাইসের ৯৫ শতাংশ ফেরত দেওয়া হয়। স্কিম শুরুর ৬ মাস পর গ্রাহক লোনের জন্য আবেদন করতে পারবেন।
পলিসির বিরপীতে ঋণ পাওয়া যাবে: এইআইসি-র সরল পেনশন যোজনা পলিসির বিপরীতে লোন নেওয়া যায়। বিশেষ করে অসুস্থতার জন্য। পেনশন প্ল্যানের সঙ্গেই গুরুতর রোগের তালিকা দেওয়া হয়। পলিসি সারেন্ডার করলে বেস প্রাইসের ৯৫ শতাংশ ফেরত দেওয়া হয়। স্কিম শুরুর ৬ মাস পর গ্রাহক লোনের জন্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
advertisement