৩০০০ এর বেশি রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে Wi-Fi ইন্টারনেট পরিষেবা

Last Updated:
রেল গত ১৫ দিনে ১০০০ স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করেছে ৷
1/4
বিকানের ডিভিশনের এলনাবাদ স্টেশন রেলওয়ের ৩০০০ স্টেশন হয়ে গিয়েছে যেখানে রেলের তরফে Wi-Fi ইন্টারনেট পরিষেবা শুরু করা হয়েছে ৷ এলনাবাদ স্টেশন হরিয়ানা রাজ্যে ৷ রেল গত ১৫ দিনে ১০০০ স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করা হয়েছে ৷ উত্তর পশ্চিম রেলওয়ের রাণা প্রতাপ স্টেশনে ৩ অগাস্ট Wi-Fi পরিষেবা শুরু করা হয় এবং দেশের মধ্যে ২০০০ তম স্টেশন হয়েছিল যেখানে Wi-Fi পরিষেবা রয়েছে ৷ ভারতীয় রেল হল্ট স্টেশন ছেড়ে সমস্ত স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করছে ৷ রেল শীঘ্রই এই কাজটি শেষ করতে চাইছে ৷
বিকানের ডিভিশনের এলনাবাদ স্টেশন রেলওয়ের ৩০০০ স্টেশন হয়ে গিয়েছে যেখানে রেলের তরফে Wi-Fi ইন্টারনেট পরিষেবা শুরু করা হয়েছে ৷ এলনাবাদ স্টেশন হরিয়ানা রাজ্যে ৷ রেল গত ১৫ দিনে ১০০০ স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করা হয়েছে ৷ উত্তর পশ্চিম রেলওয়ের রাণা প্রতাপ স্টেশনে ৩ অগাস্ট Wi-Fi পরিষেবা শুরু করা হয় এবং দেশের মধ্যে ২০০০ তম স্টেশন হয়েছিল যেখানে Wi-Fi পরিষেবা রয়েছে ৷ ভারতীয় রেল হল্ট স্টেশন ছেড়ে সমস্ত স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করছে ৷ রেল শীঘ্রই এই কাজটি শেষ করতে চাইছে ৷
advertisement
2/4
রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইটে জানিয়েছেন, রবিবার ৫৬ স্টেশনে এই পরিষেবা চালু করা হয়েছে ৷ রেলের তরফে এই কাজ রেলের PSU রেলটেল করছে ৷ প্রথম পর্যায়ে রেল ১৬০০ স্টেশনে এই পরিষেবা চালু করেছে ৷ দ্বিতীয় পর্যায়ে রেল এই বছরের শেষে 5,779 স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করা হবে ৷
রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইটে জানিয়েছেন, রবিবার ৫৬ স্টেশনে এই পরিষেবা চালু করা হয়েছে ৷ রেলের তরফে এই কাজ রেলের PSU রেলটেল করছে ৷ প্রথম পর্যায়ে রেল ১৬০০ স্টেশনে এই পরিষেবা চালু করেছে ৷ দ্বিতীয় পর্যায়ে রেল এই বছরের শেষে 5,779 স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করা হবে ৷
advertisement
3/4
 গ্রামীণ এলাকার পড়ুয়ারা স্টেশনে এসে বিনামূল্যে Wi-Fi ব্যবহার করে পড়াশোনা করতে পারবেন ৷
গ্রামীণ এলাকার পড়ুয়ারা স্টেশনে এসে বিনামূল্যে Wi-Fi ব্যবহার করে পড়াশোনা করতে পারবেন ৷
advertisement
4/4
 একবার সমস্ত স্টেশনে Wi-Fi পরিষেবা চালু করার পর রেলের দ্বিতীয় লক্ষ্য হবে ট্রেনেও Wi-Fi পরিষেবা চালু করা ৷
একবার সমস্ত স্টেশনে Wi-Fi পরিষেবা চালু করার পর রেলের দ্বিতীয় লক্ষ্য হবে ট্রেনেও Wi-Fi পরিষেবা চালু করা ৷
advertisement
advertisement
advertisement