৩০০০ এর বেশি রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে Wi-Fi ইন্টারনেট পরিষেবা
Last Updated:
রেল গত ১৫ দিনে ১০০০ স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করেছে ৷
বিকানের ডিভিশনের এলনাবাদ স্টেশন রেলওয়ের ৩০০০ স্টেশন হয়ে গিয়েছে যেখানে রেলের তরফে Wi-Fi ইন্টারনেট পরিষেবা শুরু করা হয়েছে ৷ এলনাবাদ স্টেশন হরিয়ানা রাজ্যে ৷ রেল গত ১৫ দিনে ১০০০ স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করা হয়েছে ৷ উত্তর পশ্চিম রেলওয়ের রাণা প্রতাপ স্টেশনে ৩ অগাস্ট Wi-Fi পরিষেবা শুরু করা হয় এবং দেশের মধ্যে ২০০০ তম স্টেশন হয়েছিল যেখানে Wi-Fi পরিষেবা রয়েছে ৷ ভারতীয় রেল হল্ট স্টেশন ছেড়ে সমস্ত স্টেশনে Wi-Fi পরিষেবা শুরু করছে ৷ রেল শীঘ্রই এই কাজটি শেষ করতে চাইছে ৷
advertisement
advertisement
advertisement