অ্যালার্ট জারি করল LIC! এবার প্রিমিয়াম দেওয়ার সময় করতে হবে এই কাজগুলি

Last Updated:
1/4
মধ্যবিত্তের কাছে টাকা সুরক্ষিত রাখা এবং ইনভেস্ট করার অত্যন্ত ভরসা যোগ্য জায়গা হল লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়া ৷ দেশের লক্ষ লক্ষ লোক LIC পলিসিতে টাকা ইনভেস্ট করে থাকেন ৷ সম্প্রতি এলআইসি-র নামে প্রতারণার বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ সেই কথা মাথা রেখে এবং গ্রাহকদের সুবিধার্থে নতুন পদক্ষেপ নিতে চলেছে এলআইসি ৷
মধ্যবিত্তের কাছে টাকা সুরক্ষিত রাখা এবং ইনভেস্ট করার অত্যন্ত ভরসা যোগ্য জায়গা হল লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়া ৷ দেশের লক্ষ লক্ষ লোক LIC পলিসিতে টাকা ইনভেস্ট করে থাকেন ৷ সম্প্রতি এলআইসি-র নামে প্রতারণার বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ সেই কথা মাথা রেখে এবং গ্রাহকদের সুবিধার্থে নতুন পদক্ষেপ নিতে চলেছে এলআইসি ৷
advertisement
2/4
ফ্রড বা মিল সেলিং থেকে গ্রাহকদের সচেতন রাখতে মাঝেমধ্যেই সংস্থার তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ LIC-র তরফে একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছে সমস্ত পলিসি হোল্ডারদের জন্য ৷ পাশাপাশি যারা ভবিষ্যতে এলআইসি-তে ইনভেস্ট করতে চান তাদের জন্যেও এটা উপকারি ৷ পলিসি হোল্ডার হলে এই কয়েকটি বিষয়ে জেনে রাখুন ৷
ফ্রড বা মিল সেলিং থেকে গ্রাহকদের সচেতন রাখতে মাঝেমধ্যেই সংস্থার তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ LIC-র তরফে একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছে সমস্ত পলিসি হোল্ডারদের জন্য ৷ পাশাপাশি যারা ভবিষ্যতে এলআইসি-তে ইনভেস্ট করতে চান তাদের জন্যেও এটা উপকারি ৷ পলিসি হোল্ডার হলে এই কয়েকটি বিষয়ে জেনে রাখুন ৷
advertisement
3/4
১. প্রিমিয়াম দেওয়ার জন্য যে চেক দেবেন খেয়াল রাখবেন যাতে চেকটি LIC -র নামে হয় ৷ যদি কেউ অন্য নামে চেক দিতে বলে তাহলে ভুলেও তা করবেন না ৷ পাশাপাশি এলআইসি অফিসে এই বিষয়ে জানিয়ে রাখবেন ৷
১. প্রিমিয়াম দেওয়ার জন্য যে চেক দেবেন খেয়াল রাখবেন যাতে চেকটি LIC -র নামে হয় ৷ যদি কেউ অন্য নামে চেক দিতে বলে তাহলে ভুলেও তা করবেন না ৷ পাশাপাশি এলআইসি অফিসে এই বিষয়ে জানিয়ে রাখবেন ৷
advertisement
4/4
২. চেক বা ডিমান্ড ড্রাফ্ট LIC -র নামে করার পাশাপাশি দেখে নেবেন যে পলিসির জন্য প্রিমিয়াম দিচ্ছেন সেই পলিসি নম্বর যেন লেখা থাকে ৷ যদি একাধিক পলিসির প্রিমিয়াম দেওয়ার জন্য একটি চেক দেন তাহলে একটি পলিসি নম্বর চেকের প্রথম পাতায় যেন লেখা থাকে ৷ বাকিগুলো চেকের পিছনের পাতায় লিখলেও হবে ৷
২. চেক বা ডিমান্ড ড্রাফ্ট LIC -র নামে করার পাশাপাশি দেখে নেবেন যে পলিসির জন্য প্রিমিয়াম দিচ্ছেন সেই পলিসি নম্বর যেন লেখা থাকে ৷ যদি একাধিক পলিসির প্রিমিয়াম দেওয়ার জন্য একটি চেক দেন তাহলে একটি পলিসি নম্বর চেকের প্রথম পাতায় যেন লেখা থাকে ৷ বাকিগুলো চেকের পিছনের পাতায় লিখলেও হবে ৷
advertisement
advertisement
advertisement