গুগল পে-র মাধ্যমে এ বার করা যাবে কার্ড পেমেন্ট, কী ভাবে জেনে নিন

Last Updated:
এ বার ইউপিআই বেসড পেমেন্ট অ্যাপ থেকে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে গুগল পে
1/5
সম্প্রতি দু'টি বড়সড় ঘোষণা করল গুগল পে। এই ঘোষণার মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ করতে চলেছে সংস্থা। এ ক্ষেত্রে কার্ড নেটওয়ার্ক ভিসা ও এসবিআই কার্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়ে দিল এই সংস্থা। এর জেরে এ বার টোকেনাইজেশন পদ্ধতিতে হবে গুগল পে।
সম্প্রতি দু'টি বড়সড় ঘোষণা করল গুগল পে। এই ঘোষণার মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ করতে চলেছে সংস্থা। এ ক্ষেত্রে কার্ড নেটওয়ার্ক ভিসা ও এসবিআই কার্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়ে দিল এই সংস্থা। এর জেরে এ বার টোকেনাইজেশন পদ্ধতিতে হবে গুগল পে।
advertisement
2/5
কী এই টোকেনাইজেশন?  এ বার ইউপিআই বেসড পেমেন্ট অ্যাপ থেকে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে গুগল পে। এখনও পর্যন্ত গুগল পে ব্যবহারকারীদের তাঁদের ইউপিআই আইডি ব্যবহার করে পেমেন্ট করতে হত। এ বার তাঁরা তাঁদের কার্ড সেভ করে গুগল পে-র মাধ্যমে টাকা দিতে পারবেন। কী এই টোকেনাইজেশন? সাধারণত একটি কার্ডে একটি ১৬ সংখ্যার নম্বর থাকে। এ বার সেই নম্বরকে একটি টোকেন নম্বরে পরিণত করা হচ্ছে। এবং এই টোকেন নম্বর ব্যবহার করে সহজেই করা যাবে পেমেন্ট।
কী এই টোকেনাইজেশন? এ বার ইউপিআই বেসড পেমেন্ট অ্যাপ থেকে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে গুগল পে। এখনও পর্যন্ত গুগল পে ব্যবহারকারীদের তাঁদের ইউপিআই আইডি ব্যবহার করে পেমেন্ট করতে হত। এ বার তাঁরা তাঁদের কার্ড সেভ করে গুগল পে-র মাধ্যমে টাকা দিতে পারবেন। কী এই টোকেনাইজেশন? সাধারণত একটি কার্ডে একটি ১৬ সংখ্যার নম্বর থাকে। এ বার সেই নম্বরকে একটি টোকেন নম্বরে পরিণত করা হচ্ছে। এবং এই টোকেন নম্বর ব্যবহার করে সহজেই করা যাবে পেমেন্ট।
advertisement
3/5
গুগল পে-র দ্বারা কী ভাবে হবে পেমেন্ট?  বিষয়টা খুব একটা কঠিন নয়। প্রথমে গুগল পে-এর সঙ্গে আপনার কার্ডটি যুক্ত করুন । এ ক্ষেত্রে আপনার ফোনে একটি ওটিপি আসবে। এর পর টোকেনাইজড ফরম্যাটে কার্ডটিকে সেভ করে রাখুন। এ বার পেমেন্ট করার সময় গুগল পে খুলুন । তার পর আপনার কার্ডটি সিলেক্ট করুন। এ বার ওটিপি-র মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করে ফেলুন। এখানে বারবার ওই ১৬ সংখ্যার কার্ড নম্বর, সিভিভি বা কার্ডের বৈধতার তারিখ দেওয়ার প্রয়োজন নেই।
গুগল পে-র দ্বারা কী ভাবে হবে পেমেন্ট? বিষয়টা খুব একটা কঠিন নয়। প্রথমে গুগল পে-এর সঙ্গে আপনার কার্ডটি যুক্ত করুন । এ ক্ষেত্রে আপনার ফোনে একটি ওটিপি আসবে। এর পর টোকেনাইজড ফরম্যাটে কার্ডটিকে সেভ করে রাখুন। এ বার পেমেন্ট করার সময় গুগল পে খুলুন । তার পর আপনার কার্ডটি সিলেক্ট করুন। এ বার ওটিপি-র মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করে ফেলুন। এখানে বারবার ওই ১৬ সংখ্যার কার্ড নম্বর, সিভিভি বা কার্ডের বৈধতার তারিখ দেওয়ার প্রয়োজন নেই।
advertisement
4/5
উল্লেখ্য, আগে গ্রাহকদের পেমেন্ট করতে হলে মোবাইলে এনএফসি এনেবল সিস্টেম থাকতে হত। তাই কিছু ফোনে পেমেন্টে অল্পবিস্তর সমস্যা হত। কিন্তু গুগল পে-র মাধ্যমে শুধুমাত্র ভারতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। এর জেরে এই এনএফসি সংক্রান্ত সমস্যার কিছুটা হলেও সমাধান হতে পারে।
উল্লেখ্য, আগে গ্রাহকদের পেমেন্ট করতে হলে মোবাইলে এনএফসি এনেবল সিস্টেম থাকতে হত। তাই কিছু ফোনে পেমেন্টে অল্পবিস্তর সমস্যা হত। কিন্তু গুগল পে-র মাধ্যমে শুধুমাত্র ভারতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। এর জেরে এই এনএফসি সংক্রান্ত সমস্যার কিছুটা হলেও সমাধান হতে পারে।
advertisement
5/5
পেমেন্ট করতে গিয়ে কোথায় পাওয়া যাবে এই সুবিধা    নতুন স্কিমে যে সকল গুগল পে ব্যবহারকারীর অ্যাক্সিস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা কার্ড পেমেন্টের সুবিধা পাবেন। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক জুড়তে চলেছে। এ ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের কাছেও সহজে উপলব্ধ হয়ে উঠবে। সম্প্রতি এক সমীক্ষা জানাচ্ছে,  প্রায় ২৫ লক্ষ ব্যবসায়ী এই নতুন পেমেন্টের মাধ্যমেই ব্যবসা করবেন।
পেমেন্ট করতে গিয়ে কোথায় পাওয়া যাবে এই সুবিধা নতুন স্কিমে যে সকল গুগল পে ব্যবহারকারীর অ্যাক্সিস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা কার্ড পেমেন্টের সুবিধা পাবেন। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক জুড়তে চলেছে। এ ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের কাছেও সহজে উপলব্ধ হয়ে উঠবে। সম্প্রতি এক সমীক্ষা জানাচ্ছে, প্রায় ২৫ লক্ষ ব্যবসায়ী এই নতুন পেমেন্টের মাধ্যমেই ব্যবসা করবেন।
advertisement
advertisement
advertisement