ATM থেকেই এবার তোলা যাবে PF-এর টাকা, কবে থেকে মিলবে এই সুবিধা? রইল বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
কোনও ইপিএফও সদস্যের মৃত্যুর ক্ষেত্রে উপকারভোগীরা এটিএম থেকে তাঁর পিএফের টাকা তুলতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ডের টাকা এবার তোলা যাবে এটিএম থেকে। খুব শীঘ্রই এই সুবিধা পেতে চলেছেন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সদস্যরা। সংবাদ সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন শ্রম সচিব সুমিতা দাওরা। তিনি জানিয়েছেন, কর্মচারীদের উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আইটি সিস্টেম আপগ্রেড করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
advertisement
কারা এটিএম থেকে পিএফের টাকা তুলতে পারবেন: এএনআই-কে সুমিতা বলেছেন, “যে কোনও দাবিদার, সুবিধাভোগী কিংবা বিমাকৃত ব্যক্তি এটিএম থেকে পিএফের টাকা তুলতে পারবেন।” বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মোট পিএফ ব্যালেন্সের ৫০ শতাংশ পর্যন্ত এটিএম থেকে তোলা যাবে। এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সদস্যরা এটিএম থেকে সরাসরি এই টাকা তুলতে পারবেন।
advertisement
advertisement
advertisement
এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিমে মৃত ইপিএফও সদস্যদের আইনি উত্তরাধিকারীকে সর্বাধিক ৭ লাখ টাকার বিমা দেওয়া হয়। শ্রম সচিব জানিয়েছেন, বিমার দাবির টাকাও এটিএম থেকে তোলা যাবে। অর্থাৎ নমিনি বা আইনি উত্তরাধিকারীরা এটিএমের মাধ্যমে এই সুবিধা পাবেন। তবে এর জন্য মৃত কর্মীর ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।
advertisement
advertisement
ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম: অবসরের সময় পুরো টাকা তুলতে পারেন কর্মীরা। তবে চাইলে অবসরের এক বছর আগে ৯০ শতাংশ টাকা তুলে নেওয়ার সুবিধা রয়েছে। এছাড়া বেকারত্ব, চিকিৎসা, জরুরি অবস্থা, বাড়ি কেনা, ভাইবোন, সন্তান না পারিবারের কারও বিয়ে অথবা বাড়ি মেরামতির জন্য আংশিক উত্তোলন করা যায়। তবে কী কারণে একজন কর্মী টাকা তুলতে চান তার উপর তিনি কত টাকা তুলতে পারবেন, তা নির্ভর করে।