গয়না তো কেনেন সবাই, তবে সোনায় এভাবে বিনিয়োগ করলেই কিন্তু টাকা বাড়ে, জানেন তো উপায়গুলো?

Last Updated:
কী কী উপায়ে এখন সোনায় বিনিয়োগ করা যায়, তা জেনে রাখা দরকার।
1/12
সোনায় বিনিয়োগ বললেই সবার আগে আমাদের মাথায় আসে গয়না কেনা বা বার কেনা। ওগুলো জমিয়ে দরকারের সময়ে বিক্রি করে মোটা টাকা পাওয়া যায়। আজকাল নানা গয়নার দোকানে টাকা জমানোর নানা স্কিম থাকে, সেও ব্যাপারটা কিছুটা একই- টাকা জমিয়ে পরে সমমূল্যের সোনায় লেনদেন।
সোনায় বিনিয়োগ বললেই সবার আগে আমাদের মাথায় আসে গয়না কেনা বা বার কেনা। ওগুলো জমিয়ে দরকারের সময়ে বিক্রি করে মোটা টাকা পাওয়া যায়। আজকাল নানা গয়নার দোকানে টাকা জমানোর নানা স্কিম থাকে, সেও ব্যাপারটা কিছুটা একই- টাকা জমিয়ে পরে সমমূল্যের সোনায় লেনদেন।
advertisement
2/12
ফলে কী কী উপায়ে এখন সোনায় বিনিয়োগ করা যায়, তা জেনে রাখা দরকার। এতে করে নিজের সুবিধার সঙ্গে তাল মিলিয়ে সোনায় বিনিয়োগ করা সহজসাধ্য হয়ে ওঠে।
ফলে কী কী উপায়ে এখন সোনায় বিনিয়োগ করা যায়, তা জেনে রাখা দরকার। এতে করে নিজের সুবিধার সঙ্গে তাল মিলিয়ে সোনায় বিনিয়োগ করা সহজসাধ্য হয়ে ওঠে।
advertisement
3/12
ভেবে দেখলে এতে ভুল কিছু নেই। সোনা এক সাবেকি জিনিস, ফলে সেখানে বিনিয়োগের প্রসঙ্গ উঠলে সাবেকি পথে হাঁটতেই স্বচ্ছন্দ বোধ করে থাকেন প্রায় সকলেই। কিন্তু এর বাইরেও সোনায় বিনিয়োগের নানা উপায় রয়েছে। যুগের সঙ্গে তাল রেখে বদলে গিয়েছে মূল্যবান এই ধাতুতে বিনিয়োগের ধরনও।
ভেবে দেখলে এতে ভুল কিছু নেই। সোনা এক সাবেকি জিনিস, ফলে সেখানে বিনিয়োগের প্রসঙ্গ উঠলে সাবেকি পথে হাঁটতেই স্বচ্ছন্দ বোধ করে থাকেন প্রায় সকলেই। কিন্তু এর বাইরেও সোনায় বিনিয়োগের নানা উপায় রয়েছে। যুগের সঙ্গে তাল রেখে বদলে গিয়েছে মূল্যবান এই ধাতুতে বিনিয়োগের ধরনও।
advertisement
4/12
সভেরিন গোল্ড বন্ড: ভারত সরকারের তরফে সভেরিন গোল্ড বন্ড জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বছরে নির্দিষ্ট সুদের হার (২.৫ শতাংশ) দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য অনুযায়ী দর পাওয়া যায়।
সভেরিন গোল্ড বন্ড: ভারত সরকারের তরফে সভেরিন গোল্ড বন্ড জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বছরে নির্দিষ্ট সুদের হার (২.৫ শতাংশ) দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য অনুযায়ী দর পাওয়া যায়।
advertisement
5/12
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, গত বছরে সভেরিন গোল্ড বন্ড থেকে ইতিবাচক রিটার্ন মিলেছে। গড় রিটার্ন মোটামুটি ৪ শতাংশ থেকে ৬ শতাংশের আশেপাশে থাকে।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, গত বছরে সভেরিন গোল্ড বন্ড থেকে ইতিবাচক রিটার্ন মিলেছে। গড় রিটার্ন মোটামুটি ৪ শতাংশ থেকে ৬ শতাংশের আশেপাশে থাকে।
advertisement
6/12
গোল্ড ইটিএফ: ইটিএফ বা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। কারণ এখানে শারীরিক সোনা না কিনেই বিনিয়োগ করা যায়।
গোল্ড ইটিএফ: ইটিএফ বা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। কারণ এখানে শারীরিক সোনা না কিনেই বিনিয়োগ করা যায়।
advertisement
7/12
ইটিএফ-এর দাম বাজারে সোনার বর্তমান দামের উপর নির্ভর করে। এগুলি স্টক এক্সচেঞ্জে কেনা-বেচা করা যায়। গত এক দশকে ইটিএফে ৪ শতাংশ থেকে ২৫ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে।
ইটিএফ-এর দাম বাজারে সোনার বর্তমান দামের উপর নির্ভর করে। এগুলি স্টক এক্সচেঞ্জে কেনা-বেচা করা যায়। গত এক দশকে ইটিএফে ৪ শতাংশ থেকে ২৫ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে।
advertisement
8/12
ফিজিক্যাল গোল্ড: ফিজিক্যাল গোল্ড মানে সোনার গয়না, মুদ্রা বা সোনার বারে বিনিয়োগ। এর প্রধান সমস্যা হল নিরাপত্তা। সোনার গয়না কেনার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এর সামগ্রিক খরচের সঙ্গে মেকিং চার্জ যুক্ত হয়।
ফিজিক্যাল গোল্ড: ফিজিক্যাল গোল্ড মানে সোনার গয়না, মুদ্রা বা সোনার বারে বিনিয়োগ। এর প্রধান সমস্যা হল নিরাপত্তা। সোনার গয়না কেনার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এর সামগ্রিক খরচের সঙ্গে মেকিং চার্জ যুক্ত হয়।
advertisement
9/12
ফিজিক্যাল গোল্ড থেকে লাভ পাওয়া যাবে কিনা তা ক্রয় এবং বিক্রয়ের সময়ের উপর নির্ভর করে। যেমন ২০১১ সালে ভারতে ১০ গ্রাম সোনার দাম ছিল ২৯ হাজার টাকা। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৫৬ হাজার টাকা।
ফিজিক্যাল গোল্ড থেকে লাভ পাওয়া যাবে কিনা তা ক্রয় এবং বিক্রয়ের সময়ের উপর নির্ভর করে। যেমন ২০১১ সালে ভারতে ১০ গ্রাম সোনার দাম ছিল ২৯ হাজার টাকা। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৫৬ হাজার টাকা।
advertisement
10/12
গোল্ড মিউচুয়াল ফান্ড: গোল্ড মিউচুয়াল ফান্ড হল ওপেন-এন্ডেড স্কিম যার মাধ্যমে সাধারণ মানুষ শারীরিক বা ইটিএফ বিকল্পগুলিতে বিনিয়োগ করতে পারেন। সোনা সংরক্ষণ নিয়ে চিন্তা করতে হবে না।
গোল্ড মিউচুয়াল ফান্ড: গোল্ড মিউচুয়াল ফান্ড হল ওপেন-এন্ডেড স্কিম যার মাধ্যমে সাধারণ মানুষ শারীরিক বা ইটিএফ বিকল্পগুলিতে বিনিয়োগ করতে পারেন। সোনা সংরক্ষণ নিয়ে চিন্তা করতে হবে না।
advertisement
11/12
গত ১০ বছরে গোল্ড মিউচুয়াল ফান্ড থেকে বিভিন্ন রকম রিটার্ন মিলেছে। কিছু ফান্ডে দ্বিগুণ অঙ্কের বার্ষিক রিটার্ন দিয়েছে। আবার কিছু ফান্ডের রিটার্ন অত্যন্ত কম।
গত ১০ বছরে গোল্ড মিউচুয়াল ফান্ড থেকে বিভিন্ন রকম রিটার্ন মিলেছে। কিছু ফান্ডে দ্বিগুণ অঙ্কের বার্ষিক রিটার্ন দিয়েছে। আবার কিছু ফান্ডের রিটার্ন অত্যন্ত কম।
advertisement
12/12
গোল্ড ফিউচার: গোল্ড ফিউচার একধরনের চুক্তি যা বিনিয়োগকারীদের ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে পূর্বনির্ধারিত মূল্যে কিনতে বা বিক্রি করতে দেয়। এটা অত্যন্ত ঝুঁকিবহুল। শুধুমাত্র সোনার বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরাই এই স্কিম থেকে লাভ ঘরে তুলতে পারেন।
গোল্ড ফিউচার: গোল্ড ফিউচার একধরনের চুক্তি যা বিনিয়োগকারীদের ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে পূর্বনির্ধারিত মূল্যে কিনতে বা বিক্রি করতে দেয়। এটা অত্যন্ত ঝুঁকিবহুল। শুধুমাত্র সোনার বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরাই এই স্কিম থেকে লাভ ঘরে তুলতে পারেন।
advertisement
advertisement
advertisement