Egg Price: একটা মুরগির ডিমের দাম ১০০ টাকা ! কিন্তু কেন ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Egg Price: দেশের অনেক রাজ্যে, সরকার হাঁস-মুরগির চাষকে উৎসাহিত করার জন্য কৃষকদের অনুদানও দেয়।
ভারতের কৃষকরা চাষের পাশাপাশি হাঁস-মুরগিও পালন করে। কৃষিকাজের পাশাপাশি হাঁস-মুরগি ও পশু পালন করে কৃষকদের আয় বৃদ্ধি পায়। দেশের অনেক রাজ্যে, সরকার হাঁস-মুরগির চাষকে উৎসাহিত করার জন্য কৃষকদের অনুদানও দেয়। ভারতের মানুষ মুরগি এবং ডিম খেতে পছন্দ করে। যার কারণে মুরগি পালনের ব্যবসা দ্রুত বিকাশ লাভ করছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই জাতের মুরগি লড়াইয়ে ব্যবহৃত হয় -ডা. মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, অসিল মুরগি সাধারণ স্থানীয় মুরগির মতো নয়। এর মুখ লম্বা এবং এরা বেশ দীর্ঘ। এর ওজন বেশ কম। বলা হয়, এই জাতের ৪ থেকে ৫টি মুরগির ওজন মাত্র ৪ কেজি। এই জাত মুরগির লড়াইতেও ব্যবহৃত হয়। তাই খামারিরা অসিল জাতের মুরগি পালন করলে ডিম বিক্রি করে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে।






