হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?

জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?

  • Bangla Editor

  • 15

    জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?


    শনিবার পয়লা ফেব্রুয়ারি বাজেট ২০২০ পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ অর্থমন্ত্রী এবারের বাজেটে ঘোষণা করেছিলেন যে ব্যাঙ্ক যদি কোনও কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে অ্যাকাউন্ট হোল্ডাররা অ্যাকাউন্টে ডিপোজিট ইনস্যুরেন্স হিসেবে ৫ লক্ষ টাকা পাবেন ৷ এর আগে ডিপোজিট ইনস্যুরেন্স ১ লক্ষ টাকা রাখা হয়েছিল ৷ ১৯৯৩ সালের পর ব্যাঙ্ক ডিপোজিট ইনস্যুরেন্সের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে ৷ এরপরই মানুষের মনে একাধিক প্রশ্ন জেগেছে ৷ সবাই জানতে চাইছেন এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কী একাধিক অ্যাকাউন্টের জন্য ৫-৫ লক্ষ টাকা ইনস্যুরেন্স হিসেবে মিলবে ৷

    MORE
    GALLERIES

  • 25

    জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?

    ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত DICGC পাস হওয়া ডিপোজিট ইনস্যুরেন্স হিসেবে ৯৭,৩৫০ কোটি টাকা ছিল যার মধ্যে ৮৭,৮৯০ কোটি টাকা সারপ্লাস ছিল ৷ DICGC ১৯৬২ থেকে এখন পর্যন্ত মোট ক্লেম সেটেলমেন্ট হিসেবে ৫১২০ কোটি টাকা খরচ করেছে যা সরকারি ব্যাঙ্কের জন্য ছিল ৷ DICGC র আওতায় ২০৯৮ ব্যাঙ্ক রয়েছে যার মধ্যে ১৯৪১ ব্যাঙ্ক সরকারি ৷ বেশিরভাগ এই সমস্ত ব্যাঙ্কেই লিক্যুইডেশনের সমস্যা দেখা দিচ্ছে ৷

    MORE
    GALLERIES

  • 35

    জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?

    আর্থিক বছর ২০১৮-১৯ সালে পাবলিক সেক্টর ব্যাঙ্ক-সহ সমস্ত কর্মাশিয়াল ব্যাঙ্ক DICGC এর কাছে ১১১৯০ কোটি টাকা ডিপোজিট ইনস্যুরেন্স হিসেবে জমা করা হয়েছিল ৷ সরকারি ব্যাঙ্ক মাত্র৮৫০ কোটি টাকা জমা করেছিল ৷ এই ভাবে আর্থিক বছর ২০১৯ DICGC এর কাছে ডিপোজিট ইনস্যুরেন্স প্রিমিয়াম হিসেবে ১২০৪০ কোটি টাকা ছিল ৷ এই বছর সরকারি ব্যাঙ্কের তরফে ৩৭ কোটি টাকা ক্লেম করা হয়েছে ৷

    MORE
    GALLERIES

  • 45

    জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?

    DICGC অ্যাক্ট ১৯৬১ ধারা ১৬(১) অনুযায়ী, কোনও ব্যাঙ্ক যদি ডুবে যায় বা দেউলিয়া হয়ে যায় তাহলে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে অধিকতম ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে ৷ একই ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকলে সমস্ত অ্যাকাউন্টের টাকা যোগ করে কেবল ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ অথার্ৎ একটি ব্যাঙ্কে কেবল ৫ লক্ষ টাকায় সুরক্ষিত থাকবে ৷ এতে Principal and Interest দুটি যোগ করে ৫ লক্ষ টাকা ধরা হবে ৷ মানে দুটি যোগ করে ৫ লক্ষের বেশি হলেও আপনার কেবল ৫ লক্ষ টাকা সুরক্ষিত মানা হবে ৷

    MORE
    GALLERIES

  • 55

    জানেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা সুরক্ষিত থাকবে আপনার ?


    আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ লক্ষ টাকা থাকলে কেবল ৫ লক্ষ টাকা সুরক্ষিত মনে করা হবে ৷ অথার্ৎ আপনার তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ১৫ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে ৷ তবে একটি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকলেও আপনার কেবল ৫ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে ৷

    MORE
    GALLERIES