AC Temperature: ট্রেনের কামরায় কত ডিগ্রিতে সেট করা হয় AC-র তাপমাত্রা? বেশিরভাগ মানুষ জানেনই না এই তথ্য
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
AC Temperature: কামরায় শীতাতপ যন্ত্র বা এসি থাকায় দীর্ঘ যাত্রাতেও তেমন ক্লান্তি আসে না। ট্রেনের এসি কামরায় অনেক নিয়ম থাকে।
advertisement
advertisement
advertisement
ট্রেনের এসি কোচে ওঠার পরে বহু যাত্রী প্রায়শই অভিযোগ করেন যে, এসি কমানো রয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কখনও বা গরম লাগলে অনেকেই বলেন, এসি বাড়ানো রয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না যে, রেলওয়ের তরফ থেকে এসি-র একটি নির্দিষ্ট তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা যাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়।
advertisement
advertisement
ট্রেনের এসি কত তাপমাত্রায় চলে?এলএইচবি এসি কোচগুলিতে এসি-র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। যাতে যাত্রীদের খুব বেশি সমস্যায় পড়তে না হয়। তবে নন-এলএইচবি এসি কোচে এই তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। এমন পরিস্থিতিতে বলা যেতে পারে যে, ট্রেনের এসি কামরায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রাখা হয়।
advertisement
advertisement







