Buying Gold: অক্ষয় তৃতীয়ায় ডিজিটাল গোল্ড কিনতে এই নিয়মগুলি মাথায় রাখুন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
Digital Gold: সাধারণত ডিজিট্যাল গোল্ডের ক্ষেত্রে ক্রেতাদের আলাদা করে সোনার রক্ষণাবেক্ষণ করতে হয় না।
অক্ষয় তৃতীয়াকে আমাদের দেশের কিছু কিছু স্থানে আখা তিজও বলা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে উদযাপিত এটি একটি পূজনীয় উৎসব। এই বছর, দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ১০ মে শুক্রবার এই উৎসব পালিত হবে। হিন্দু ঐতিহ্য অনুসারে, অক্ষয় তৃতীয়ায় আমরা দেবী লক্ষ্মীর আরাধনা করি। এমনটা বিশ্বাস করা হয় যে, এই দিনে সোনা কেনা সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক।
advertisement
advertisement
ডিজিটাল গোল্ড কী?সাধারণত ডিজিট্যাল গোল্ডের ক্ষেত্রে ক্রেতাদের আলাদা করে সোনার রক্ষণাবেক্ষণ করতে হয় না। তাঁরা যে পরিমাণ টাকার ডিজিট্যাল সোনা কিনবেন সেই পরিমাণ সোনা তাঁদের নামে ভল্টে সুরক্ষিত থাকবে। এই সোনার মূল্য শুরু মাত্র ১ টাকা থেকে। এতে প্রচুর মানুষ এই ডিজিটাল গোল্ডের লাভ নিতে পারবেন। পরবর্তীতে ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ সোনা বা সম্পূর্ণ সোনা বিক্রি করতে পারেন। তবে মনে রাখতে হবে ডিজিট্যাল গোল্ড আরবিআই বা এসইবিই দ্বারা নিয়ন্ত্রিত নয়। এর জন্য ক্রেতারা পেটিএম বা গুগলপে-র মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement