Credit Score: ক্রেডিট স্কোর বাড়িয়ে নিলেই কম হয়ে যাবে লোনের EMI, জেনে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Credit Score: এক নজরে দেখে নেওয়া যাক ক্রেডিট স্কোর ভাল করার জন্য কী কী করা যেতে পারে।
লোনের ক্ষেত্রে কম সুদের হার কীভাবে পাওয়া যায়? সবার আগে অনেকেই হয়তো আঙুল দেখিয়ে দেবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে। কেন্দ্রীয় ব্যাঙ্ক তার রেপো রেট যত কম করবে, লোনের সুদের হারও তত কম হয়ে থাকে। আসলে, রেপো রেট হচ্ছে সেই হার, যাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্য ব্যাঙ্কগুলোকে ঋণ দেবে। ফলে, রেপো রেট বেশি থাকলে ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে ঋণে বেশি সুদ নেবে, কম থাকলে গ্রাহকদের ঋণের বোঝা হালকা হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক তার সাম্প্রতিক মুদ্রা নীতি বৈঠকে রেপো রেট কমানোয় ব্যাঙ্কগুলো লোনের সুদের হার কমিয়েছে, এ তো আমরা সবাই দেখছি।
advertisement
advertisement
advertisement
নিজেদের ক্রেডিট স্কোর ভাল করার জন্য সবার প্রথমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ইএমআই এবং ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে হবে। কারণ সময়ের মধ্যে নিজেদের ইএমআই এবং ক্রেডিট কার্ডের পেমেন্ট না করতে পারলে, নিজেদের ক্রেডিট স্কোর নেগেটিভ হয়।নিজেদের ক্রেডিট স্কোর ভাল করার জন্য, ক্রেডিট কার্ড কম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ক্রেডিট লিমিটের ৩০% কম ব্যবহার করার চেষ্টা করতে হবে।
advertisement
advertisement
advertisement