Petrol Diesel Prices: দাম কমল অশোধিত তেলের, দেখে নিন আপনার শহরে কত কমল পেট্রোল ও ডিজেলের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দাম কমল অশোধিত তেলের, দেখে নিন আপনার শহরে কত কমল পেট্রোল ও ডিজেলের দাম
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে ওঠা-নামা লেগেই রেখে রয়েছে ৷ বুধবার গ্লোবাল বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে গিয়ে প্রতি ব্যারেলে ৯৩.৭৯ ডলার হয়ে গিয়েছে ৷ WTI এর দাম প্রতি ব্যারেলে ৮৮.৬৬ ডলার হয়েছে ৷ দেশের সরকারি তেল সংস্থাগুলি এদিন সকালে পেট্রোল ও ডিজেলের নয়া রেট জারি করে দিয়েছে ৷ বেশ কিছু রাজ্যে দাম বাড়লেও দেশের চার মহানগর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷
advertisement
উত্তরপ্রদেশে তেলের দাম ৪১ পয়সা বেড়ে গিয়েছে ৷ পেট্রোলের দাম ০.৪১ টাকা বেড়ে ৯৬.৭১ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ ডিজেলের দাম বেড়ে ৮৯.৮৭ টাকা হয়েছে ৷ একই ভাবে রাজস্থানে দাম বদল করা হয়েছে ৷ এখানে পেট্রোল ০.১৫ টাকা বেড়ে ১০৮.৬৯ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেল ০.১৪ টাকা বেড়ে প্রতি লিটারে ৯৩.৯২ টাকা হয়েছে ৷ এছাড়া পঞ্জাব, ওড়িশা ও উত্তরাখণ্ডে তেলের দামে সামান্য বদল দেখা গিয়েছে ৷ অন্যদিকে, তেলেঙ্গনায় পেট্রোল ও ডিজেলের দাম ৪০ পয়সা কমে গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement