LIC Unclaimed Amount: দীর্ঘদিন LIC-তে পড়ে রয়েছে 'দাবিহীন' টাকা, জানুন কীভাবে তা আপনি পেতে পারেন

Last Updated:
How to Claim LIC Unclaimed Amount: আপনি যদি LIC-তে আপনার পলিসি সম্পর্কিত কোনো দাবি না করা অর্থের পরিমাণ চেক করতে চান, তাহলে প্রথমে আপনাকে LIC-এর ওয়েবসাইটে যেতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে।
1/8
এলআইসি তাদের পলিসি হোল্ডারদের সহজেই মৃত্যু দাবি, মেয়াদপূর্তির দাবি, প্রিমিয়াম ফেরত বা অন্য কোনও ধরনের দাবি না করা অর্থ অনলাইনে যাচাই করার সুবিধা দিয়ে থাকে।
এলআইসি তাদের পলিসি হোল্ডারদের সহজেই মৃত্যু দাবি, মেয়াদপূর্তির দাবি, প্রিমিয়াম ফেরত বা অন্য কোনও ধরনের দাবি না করা অর্থ অনলাইনে যাচাই করার সুবিধা দিয়ে থাকে।
advertisement
2/8
এলআইসির পক্ষ থেকে ২০২১ সালে সংস্থার তরফে যখন আইপিও আনা হয়েছিল, তখন ২১ হাজার ৫৩৯ কোটি টাকার কথা বলা হয়েছিল, যার কোনও দাবিদার নেই।
এলআইসির পক্ষ থেকে ২০২১ সালে সংস্থার তরফে যখন আইপিও আনা হয়েছিল, তখন ২১ হাজার ৫৩৯ কোটি টাকার কথা বলা হয়েছিল, যার কোনও দাবিদার নেই।
advertisement
3/8
আপনি যদি LIC-তে আপনার পলিসি সম্পর্কিত কোনো দাবি না করা অর্থের পরিমাণ চেক করতে চান, তাহলে প্রথমে আপনাকে LIC-এর ওয়েবসাইটে যেতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে।
আপনি যদি LIC-তে আপনার পলিসি সম্পর্কিত কোনো দাবি না করা অর্থের পরিমাণ চেক করতে চান, তাহলে প্রথমে আপনাকে LIC-এর ওয়েবসাইটে যেতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে।
advertisement
4/8
এলআইসি-র ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে-র কাস্টমার সার্ভিস সেকশনে যেতে হবে। Unclaimed Amount of Policyholders- অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন উইন্ডো করতে হবে। সেই উইন্ডো-তে আপনাকে কিছু তথ্য দিতে হবে।
এলআইসি-র ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে-র কাস্টমার সার্ভিস সেকশনে যেতে হবে। Unclaimed Amount of Policyholders- অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন উইন্ডো করতে হবে। সেই উইন্ডো-তে আপনাকে কিছু তথ্য দিতে হবে।
advertisement
5/8
আপনাকে দিতে হবে পলিসি নম্বর। দিতে হবে পলিসি হোল্ডারের নাম, প্যান কার্ডের নম্বর। সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপরই আপনি জানতে পারবেন এলআইসি থেকে আপনার কত টাকা প্রাপ্য।
আপনাকে দিতে হবে পলিসি নম্বর। দিতে হবে পলিসি হোল্ডারের নাম, প্যান কার্ডের নম্বর। সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপরই আপনি জানতে পারবেন এলআইসি থেকে আপনার কত টাকা প্রাপ্য।
advertisement
6/8
 আপনার দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিহীন টাকা নিয়ম মেনে আবেদন করলে পেয়েও যাবেন। প্রাপ্য টাকা পাওয়ার জন্য কেওয়াইসি দিতে হবে। পলিসি সংক্রান্ত নথি দিতে হবে। তবেই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।
আপনার দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিহীন টাকা নিয়ম মেনে আবেদন করলে পেয়েও যাবেন। প্রাপ্য টাকা পাওয়ার জন্য কেওয়াইসি দিতে হবে। পলিসি সংক্রান্ত নথি দিতে হবে। তবেই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।
advertisement
7/8
যেকোন পলিসি হোল্ডার সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে টাকা স্থানান্তরের তারিখ থেকে ২৫ বছর পর্যন্ত টাকা দাবি করতে পারেন। ফাইন্যান্স অ্যাক্ট ২০১৫ এর ধারা ১২৬ অনুযায়ী, যদি ২৫ বছরের মধ্যে SCWF-এ টাকা দাবি করা না হয় তাহলে তহবিল কেন্দ্রীয় সরকারের কাছে স্থানান্তরিত হয়ে যাবে এবং দাবিহীন হিসাবে বিবেচিত হয়।
যেকোন পলিসি হোল্ডার সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে টাকা স্থানান্তরের তারিখ থেকে ২৫ বছর পর্যন্ত টাকা দাবি করতে পারেন। ফাইন্যান্স অ্যাক্ট ২০১৫ এর ধারা ১২৬ অনুযায়ী, যদি ২৫ বছরের মধ্যে SCWF-এ টাকা দাবি করা না হয় তাহলে তহবিল কেন্দ্রীয় সরকারের কাছে স্থানান্তরিত হয়ে যাবে এবং দাবিহীন হিসাবে বিবেচিত হয়।
advertisement
8/8
যদি ১০ বছরের জন্য কোনও পলিসির জন্য বীমা সংস্থার কাছে কোনও দাবি না আসে, তবে সেই অর্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তরিত হয়। এই তহবিল প্রবীণ নাগরিকদের জন্য ব্যবহার করা হয়।
যদি ১০ বছরের জন্য কোনও পলিসির জন্য বীমা সংস্থার কাছে কোনও দাবি না আসে, তবে সেই অর্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তরিত হয়। এই তহবিল প্রবীণ নাগরিকদের জন্য ব্যবহার করা হয়।
advertisement
advertisement
advertisement