বদলাতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত KYC নিয়ম; জানুন সমস্ত খুঁটিনাটি
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পুরনো KYC-এর নিয়মের বদলে নতুন KYC নিয়ম সামনে আসতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কে খুঁটিনাটি সমস্ত বিষয়।
সাধারণ মানুষের জন্য একটি বড় খবর সামনে এসেছে। বর্তমানে প্রায় অনেক কিছুর ক্ষেত্রেই KYC খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আর্থিক কোনও কাজ KYC ছাড়া সম্ভব নয়। এর জন্য সবসময় KYC আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার জন্য এই KYC-এর প্রয়োজন হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেওয়াইসি কী -এই প্রক্রিয়ার অধীনে, গ্রাহকরা কেওয়াইসি ফর্মের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় নথির ফটো কপি জমা দেন। সমস্ত সংস্থা, ব্যাঙ্ক, সরকারি স্কিম এবং আর্থিক প্রতিষ্ঠান সমস্ত নথি সংগ্রহ করে যাতে ভবিষ্যতে কোনও ধরনের দুর্ঘটনা ঘটলে ব্যক্তিটিকে সনাক্ত করা যায়।
advertisement






