Bank Locker Charge: ব্যাঙ্কে লকার নেবেন ভাবছেন? দেখে নিন কোন ব্যাঙ্ক কেমন চার্জ নেয়
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Locker Charges: জেনে নেওয়া যাক ৫টি জনপ্রিয় ব্যাঙ্কে এখন লকারের চার্জ কত।
বিভিন্ন ব্যাঙ্ক লকারের সুবিধা প্রদান করে থাকে। অনেক মানুষ তাদের গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ রাখতে এই সুবিধা গ্রহণ করে। লোকেরা এই লকারে তাদের গুরুত্বপূর্ণ নথি, গয়না বা অন্য কোনও মূল্যবান জিনিসপত্র রাখেন। এই কারণে এটিকে সেফ ডিপোজিট লকারও বলা হয়। তবে এই লকারটি বিনামূল্যে পাওয়া যায় না। এর জন্য সাধারণ মানুষকে প্রতি বছর ব্যাঙ্কে লকার ভাড়া সহ বেশ কিছু চার্জ (ব্যাঙ্ক লকার চার্জ) দিতে হয়। আসুন জেনে নেওয়া যাক ৫টি জনপ্রিয় ব্যাঙ্কে এখন লকারের চার্জ কত।
advertisement
SBI ব্যাঙ্কের লকার চার্জ -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে লকার নেওয়ার আগে, মনে রাখতে হবে যে লকারের ভাড়া, এটি খোলা, বারবার পরিদর্শন করা সহ অনেক ধরনের চার্জ দিতে হতে পারে। এই চার্জ ১৫০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত হতে পারে এবং এর জন্য আলাদাভাবে GST দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা চার্জও দিতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement