আধার এবং PAN কার্ড লিঙ্ক করিয়ে ফেলতে হবে ৩১ মার্চ ২০২৩-এর মধ্যেই। কিন্তু কাজটা খুব সহজও নয়। কারণ অনেক ভারতীয় নাগরিকেরই নামের বানান ভুল থাকে। এক একটি নথিতে এক এক রকম নামের বানান থাকতে পারে। সেক্ষেত্রে যদি PAN ও আধারে একই নামের বানান না থাকে তবে বিস্তর সমস্যায় পড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে। তবে শুধু নামের বানান নয়। PAN ও আধার লিঙ্ক করানোর সময় দেখে নেওয়া হবে নাম, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি উভয় নথিতে একই রয়েছে কি না।
১. আধার কার্ডে তথ্য পরিবর্তন:
অনলাইনে একাজ করা যেতে পারে। অথবা কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়া যেতে পারে।
অনলাইনে কাজ করতে গেলে প্রথমে SSVP পোর্টালে গিয়ে আধারের যে অংশ আপডেট বা পরিবর্তন করা প্রয়োজন তা নির্বাচন করে নিতে হবে।
তারপর প্রয়োজনীয় অংশে গিয়ে সঠিক তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে একটি URN বা ইউনিক রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে, সেটি জানাতে হবে।
এরপর BPO নির্বাচন করে পরিবর্তিত তথ্যের সপক্ষে কোনও নথির স্ক্যান করা কপি দাখিল করতে হবে। URN দিয়েই পরে স্টেটাস দেখে নেওয়া যেতে পারে।
২. PAN-এ তথ্য পরিবর্তন:
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html- এই লিঙ্কে ক্লিক করে Changes or Correction in existing PAN Data অথবা Reprint of PAN Card (No changes in existing PAN Data) অপশন বেছে নিতে হবে।
এরপর নিজের নাম, পদবী, জন্মতারিখ, ইমেল আইডি, PAN ইত্যাদি তথ্য সহ ফর্ম পূরণ করে, নিজের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে সঠিক ক্যাপচা কোড দিতে হবে।
এখানে একটি টোকেন নম্বর তৈরি করে দেওয়া হবে, সেটি PAN-এর জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।