ছোট্ট একটা গুবরে পোকার দাম ৭৫ লক্ষ টাকা! কিন্তু এতটা মহার্ঘ্য হওয়ার পিছনে থাকা আসল রহস্যটা ঠিক কী?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Beetle: একটি গুবরে পোকা বিক্রি হল ৭৫ লক্ষ টাকায়! বিরল প্রজাতির এই সোনালি গুবরে পোকা শুধু দেখতে নয়, গবেষণা, সংগ্রহ ও চিকিৎসাবিজ্ঞানের দুনিয়াতেও দামী সম্পদ। কী আছে এতে যা একে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে দামী পোকাগুলির একটি?
advertisement
advertisement
advertisement
advertisement
পুরুষ স্ট্যাগ বিটলের দৈর্ঘ্য ৩৫-৭৫ মিলিমিটার হয়। স্ত্রী পোকাগুলি এর থেকে একটু ছোট হয়। তাদের দৈর্ঘ্য ৩০-৫০ মিলিমিটার। এই পোকাগুলির ওজন হয় ২-৬ গ্রাম এবং তাদের গড় আয়ু হয় ৩-৭ বছরের। নিজেদের এলাকা দখল এবং সঙ্গী নির্বাচনের জন্য অন্য পুরুষ স্ট্যাগ বিটলের সঙ্গে লড়াই করার জন্য তারা বড় বড় চোয়াল ব্যবহার করে। অন্যদিকে স্ত্রী পোকাগুলির চোয়াল কিন্তু আকারে ছোট অথচ মজবুত প্রকৃতির হয়। ফলে তাদের কামড় মারাত্মক হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু বিরল নয়, উপযোগীও বটে! বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ট্যাগ বিটল। এরা পচে যাওয়া কাঠ খায়, যা জঙ্গলের পুষ্টি উপাদান পুনর্ব্যবহারে সাহায্য করে। ভাল বিষয় হল—এরা জীবন্ত গাছের ক্ষতি করে না, ফলে এগুলিকে পরিবেশবান্ধব পোকা বলা যেতে পারে। ব্রিটেনের মতো দেশগুলিতে এই পোকার বিক্রয় অবৈধ। ভারতেও এই পোকা বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় পড়ে। ফলে এই পোকা কেনাবেচা বেআইনি। যদিও এসব কিছু সত্ত্বেও কালোবাজারি চলছে। যার জেরে এই পোকাগুলির দামও বাড়ছে।