ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা আনন্দের খবর পেতে পারেন ৷ AICPI-র সূচক প্রকাশ্যে আসতেই আনুমান করা যাচ্ছে মোদি সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
যদিও এখনও এপ্রিল, মে ২০২২-এর গড় আসার জন্য অপেক্ষা করতে হবে ৷ মার্চে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর গড় দেখে এটাই বুঝতে পারা যাচ্ছে যে ৪ শতাংশ ডিএ বাড়বে পারে ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
ডিসেম্বরের পরে জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও সূচকেও নিম্নমুখী রেখা দেখতে পাওয়া গিয়েছে ৷ কিন্তু মার্চে (AICPI)-এর সূচক দেখে বুঝতে পারা গিয়েছে যে ডিএ বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
যদি ডিএ বেড়ে ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ হয় সেক্ষেত্রে যাঁদের সর্বাধিক ও সর্বনিম্ন বেসিক স্যালারি তাঁদের বেতন ঠিক কতখানি বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
যাঁদের বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা ৷ নতুন মহার্ঘ ভাতা (৩৮%) অর্থাৎ প্রতি মাসে কর্মীরা পাবেন ২১,৬২২ টাকা ৷ বর্তমানের মহার্ঘ ভাতা (৩৪%) অর্থাৎ ১৯,৩৪৬ টাকা ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
অর্থাৎ কতখানি বাড়তে পারে ডিএ ২১,৬২২-১৯,৩৪৬ টাকা = ২,২৭৬ টাকা প্রতি মাসে ৷ বার্ষিক বেতন বাড়তে পারে ২,২৭৬X১২= ২৭,৩১২ টাকা ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
যাঁদের ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা (৩৮%) অর্থাৎ প্রতি মাসে কর্মীরা পাবেন ৬,৮৪০ টাকা ৷ বর্তমানের মহার্ঘ ভাতা (৩৪%) অর্থাৎ ৬,১২০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
কতখানি বাড়তে পারে ডিএ ৬,৮৪০-৬,১২০ টাকা টাকা = ৭২০ টাকা বার্ষিক বেতন বাড়তে পারে ৭২০X১২= ৮,৬৪০টাকা ৷ প্রতীকী ছবি ৷