5-5-5 PPF Investment Formula: ৩ পাঁচেই জীবনের ভোলবদল! বয়স ২৫ হোক বা ৩০! PPF-এর ৫-৫-৫, তিন পাঁচেই ১ কোটি ৫৪ লক্ষ টাকা সরাসরি

Last Updated:
5-5-5 PPF Investment Formula: পিপিএফের ৫-৫-৫ ফর্মুলাই কোটিপতি করে তুলতে পারে, হাতে সময় অল্প তাই এখন সেরে নিন
1/18
যখন যখনই সুরক্ষিত বিনিয়োগের কথা ওঠে ঠিক তখনই সরকারি প্রকল্পের কথা মনে পড়ে, তখনই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফের কথা মনে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
যখন যখনই সুরক্ষিত বিনিয়োগের কথা ওঠে ঠিক তখনই সরকারি প্রকল্পের কথা মনে পড়ে, তখনই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফের কথা মনে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/18
কেন্দ্রীয় সরকার সমর্থিত একটি সরকারি প্রকল্প ৷ যেখানে টাকা শুধুই সুরক্ষিত থাকে তাই নয় সুদ পাওয়া যায় চোখে পড়ার মতই ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকার সমর্থিত একটি সরকারি প্রকল্প ৷ যেখানে টাকা শুধুই সুরক্ষিত থাকে তাই নয় সুদ পাওয়া যায় চোখে পড়ার মতই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/18
কিন্তু পিপিএফকে বেশ কিছু মানুষ ১২ বছরের লকইন পিরিয়ডের বিনিয়োগ মাধ্যম হিসাবে মনে রাখেন ৷ আসল খেলা তো ১৫ বছরের পরেই শুরু হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু পিপিএফকে বেশ কিছু মানুষ ১২ বছরের লকইন পিরিয়ডের বিনিয়োগ মাধ্যম হিসাবে মনে রাখেন ৷ আসল খেলা তো ১৫ বছরের পরেই শুরু হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/18
পিপিএফ এমনই এক ম্যাজিকের মত প্রকল্প তৈরির পথে ৫-৫-৫ এই ফর্মুলা বুঝে নিলে বহু চাপই সহজেই কমবে ৷ প্রতীকী ছবি ৷
পিপিএফ এমনই এক ম্যাজিকের মত প্রকল্প তৈরির পথে ৫-৫-৫ এই ফর্মুলা বুঝে নিলে বহু চাপই সহজেই কমবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/18
বয়স ২৫ হোক বা ৩০ অবসরের আগে করহীন ১.৫ কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বয়স ২৫ হোক বা ৩০ অবসরের আগে করহীন ১.৫ কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/18
এবার দেখে নেওয়া যাক ম্যাজিকে ভরা এই ৫-৫-৫ ফর্মুলা আসলে কী? সহজ, সরল ভাষায় এবার বুঝে নেওয়া যাক এই ফর্মুলা আসলে কী কী হতে পারে? প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক ম্যাজিকে ভরা এই ৫-৫-৫ ফর্মুলা আসলে কী? সহজ, সরল ভাষায় এবার বুঝে নেওয়া যাক এই ফর্মুলা আসলে কী কী হতে পারে? প্রতীকী ছবি ৷
advertisement
7/18
প্রথম পাঁচ পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয়ে থাকে প্রধানত ৷ তারপরে ৫ বছর পর্যন্ত এই প্রকল্প বর্ধিত করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
প্রথম পাঁচ পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয়ে থাকে প্রধানত ৷ তারপরে ৫ বছর পর্যন্ত এই প্রকল্প বর্ধিত করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/18
দ্বিতীয় ৫ অর্থাৎ ২০ বছর হওয়ার পরে আরও পাঁচ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট বর্ধিত করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
দ্বিতীয় ৫ অর্থাৎ ২০ বছর হওয়ার পরে আরও পাঁচ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট বর্ধিত করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/18
তৃতীয় ৫ অর্থাৎ ২৫ বছর পিপিএফ অ্যাকাউন্ট থাকার পরে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে ৷ সেক্ষেত্রে ১৫ বছর+৫ বছর+৫ বছর+৫ বছর = ৩০ বছর ৷ প্রতীকী ছবি ৷
তৃতীয় ৫ অর্থাৎ ২৫ বছর পিপিএফ অ্যাকাউন্ট থাকার পরে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে ৷ সেক্ষেত্রে ১৫ বছর+৫ বছর+৫ বছর+৫ বছর = ৩০ বছর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/18
বিনিয়োগকে কম্পাউন্ড করে ৷ টাকা পয়সা শক্তিশালী হয়ে থাকে, রকেটের গতিতে বৃদ্ধি পায় সম্পত্তি ৷ প্রতীকী ছবি ৷
বিনিয়োগকে কম্পাউন্ড করে ৷ টাকা পয়সা শক্তিশালী হয়ে থাকে, রকেটের গতিতে বৃদ্ধি পায় সম্পত্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/18
১.৫৪ কোটির পাটিগণিত, এই সংখ্যাটি ঠিক এলো কোথা থেকে? এই ব্যাপারে ভারতীয় পোস্ট ও এসবিআইয়ের আধিকারিকেরা পিপিএফ ক্যালকুলেটার বা গণনা পদ্ধতি প্রয়োগ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
১.৫৪ কোটির পাটিগণিত, এই সংখ্যাটি ঠিক এলো কোথা থেকে? এই ব্যাপারে ভারতীয় পোস্ট ও এসবিআইয়ের আধিকারিকেরা পিপিএফ ক্যালকুলেটার বা গণনা পদ্ধতি প্রয়োগ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/18
বছরে ১,৫০,০০০ টাকা সর্বাধিক পিপিএফে সঞ্চয় করা যেতে পারে ৷ বর্তমানে পিপিএফের সুদ ৭.১ শতাংশ (বর্তমানের সুদের হার ৩০ বছরের জন্য যদি স্থির করা হয় সেক্ষেত্রে) ৷ প্রতীকী ছবি ৷
বছরে ১,৫০,০০০ টাকা সর্বাধিক পিপিএফে সঞ্চয় করা যেতে পারে ৷ বর্তমানে পিপিএফের সুদ ৭.১ শতাংশ (বর্তমানের সুদের হার ৩০ বছরের জন্য যদি স্থির করা হয় সেক্ষেত্রে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/18
বিনিয়োগ ৩০ বছর (৫ ৫ ৫) নিয়মে হয়ে থাকে ৷ আসলে চ্যালেঞ্জ হল ১৫ vs ৩০ বছরের শক্তি ৷ প্রতীকী ছবি ৷
বিনিয়োগ ৩০ বছর (৫ ৫ ৫) নিয়মে হয়ে থাকে ৷ আসলে চ্যালেঞ্জ হল ১৫ vs ৩০ বছরের শক্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/18
যদি প্রথম ১৫ বছরে ২২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে ফান্ড ২২.৫ লক্ষ থেকে বেড়ে ৪০ লক্ষ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
যদি প্রথম ১৫ বছরে ২২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে ফান্ড ২২.৫ লক্ষ থেকে বেড়ে ৪০ লক্ষ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/18
সেই ফান্ডই বেড়ে বেড়ে ১.৫ কোটি টাকা হবে ৷ যদি হিসাব করা হয়ে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে ফান্ড শেষ ১৫ বছরে ১.১৪ কোটি টাকা ১৫ বছরে বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
সেই ফান্ডই বেড়ে বেড়ে ১.৫ কোটি টাকা হবে ৷ যদি হিসাব করা হয়ে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে ফান্ড শেষ ১৫ বছরে ১.১৪ কোটি টাকা ১৫ বছরে বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement