Birbhum Viral News|| 'আমি ইস্কুল মাষ্টার বউ খুঁজছি', বর বেশে এই বয়সে ছেলে চলল কোথায়? ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dharmaraj puja and the unique rituals: আনুমানিক ৪০০ বছর আগে এই মালিপাড়ায় এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হয়।
advertisement
*স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে, আনুমানিক ৪০০ বছর আগে এই মালিপাড়ায় এই ধর্মরাজ পুজোর শুরু হয়। সেই সময় শুন্ডিরা এই পুজোর আয়োজন করেছিলেন এবং পরে স্বপ্নে আদেশ পেয়ে মালাকার পরিবার এই পুজোর দায়িত্বভার বহন করে। বছরের পর বছর ধরে চলে আসা এখানকার এই ধর্মরাজ পুজোয় আগে 'সং' সাজিয়ে ঘোড়ার পিঠে চড়ে সিউড়ির বিভিন্ন জায়গায় ঘোরানো হত।
advertisement
advertisement
advertisement
*খুদের এই 'সং' আলাদা মাত্রা এনে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ দিন কয়েক আগেই আদালতের নির্দেশে প্রাথমিকের ২৬৯ জন শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগের পরিপ্রেক্ষিতে বরখাস্ত করা হয়। এই এত সংখ্যক শিক্ষক বরখাস্ত হওয়ার পরই একটি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় পাত্রীর জন্য পাত্রের খোঁজে। উত্তর দিনাজপুরের সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুলে দেয়। কারণ সেই বিজ্ঞাপনে উল্লেখ করা হয় 'উপযুক্ত পাত্র কাম্য (স্কুল শিক্ষক ব্যতীত)'।
advertisement
