Zodiacs: উষ্ণতা আর ভালোবাসায় অতুলনীয়, আলিঙ্গনে এই ছয় রাশিকে কেউ টেক্কা দিতে পারবে না!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Zodiacs: ভালোবাসা ও স্নেহের অভিব্যক্তি জানানোর এটা এক রকমের প্রচলিত প্রথা। জ্যোতিষশাস্ত্র বলছে যে ছয়টি রাশি না কি এই কাজ দুর্দান্ত ভাবে করতে পারে।
advertisement
advertisement
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২ ঘনিষ্ঠ বন্ধু বা কাছের মানুষকে উষ্ণ আলিঙ্গন করতে এরা ভালোবাসে। এরা এমনভাবে তাকে আলিঙ্গন করে যেন মনে হয় এরা তাদের সবটা দিয়ে দিচ্ছে। তবে মিথুন রাশির মতো এরা সবাইকে জড়িয়ে ধরে না। কারণ এরা বিশ্বাস করে যে আলিঙ্গন একটি বিশেষ ব্যাপার যা বিশেষ মানুষের জন্য তুলে রাখা উচিত।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ দুই বাহুর বন্ধনে ধরা দিয়ে আলিঙ্গন করতে এরা ভালোবাসে। ভালবেসে জড়িয়ে ধরা জীবনের একটি অন্যতম অঙ্গ বলে এরা মনে করে। সিংহ রাশি যেহেতু খুব উদার ও মহৎ স্বভাবের হয় তাই এরা কাউকে জড়িয়ে ধরার সময় ইঙ্গিতপূর্ণ আচরণ করে। অর্থাৎ এই আলিঙ্গন শুধুই বন্ধুত্ব না রোম্যান্টিক সম্পর্কের শুরু সেটা এরা বুঝিয়ে দেয়।
advertisement
advertisement
advertisement