Zodiac Sign Relationship: এক নারী বা পুরুষে সন্তুষ্ট হন না এই চার রাশির জাতক-জাতিকারা! শরীরী সুখ পেতে বহু-সম্পর্কে লিপ্ত হন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Zodiac Sign Relationship: প্রেম ভাঙতে দু'বার ভাবেন না এই চার রাশির জাতক-জাতিকারা! বহু সম্পর্কে লিপ্ত হন! জানুন
প্রেম ছাড়া কী আর জীবন হয়! আমাদের জীবনে ভালবাসা একবার না একবার আসবেই! কখনও তা গোটা জীবন থেকে যায়! আর কিছু প্রেম বা ভালবাসা কয়েক মাস বা বছরেই মন থেকে মুছে যায়! বিশেষ করে এই রাশির জাতক বা জাতিকা এক মাত্র সঙ্গীকে নিয়ে খুশি হন না! এই সব জাতক-জাতিকা নিজদের পার্টনার বদলকেই বেশি পছন্দ করেন। এমনকী যৌন সঙ্গী হিসেবেও এরা এক পার্টনারে খুশি থাকে না বেশি দিন। photo source collected
advertisement
advertisement
advertisement
মিথুন: এঁরা খুব চঞ্চল হন। কোনও একটি জিনিসে বেশিক্ষণ আটকে থাকতে পারেন না! এমনকি শুধু সম্পর্ক থেকে বেরিয়ে আসা নয়, জীবনের সব কাজেই এরা বদল চান। এই যেমন আজ বই পড়তে ভাল লাগছে তো কাল এঁদের মনে হতে পারে ধুর এর থেকে সাইকেল চালানো ভাল। মোট কথা হল এঁরা স্থির নন! এবং প্রথা ভাঙতে এঁরা পছন্দ করেন। এক সম্পর্ক এঁদের বেশি দিন আকর্ষণ করে না! photo source collected
advertisement
মেষ: প্রেম এঁদের জীবনের সব কিছু। খুব সহজেই এঁরা প্রেমে পড়ে যান! এমনকী এক সঙ্গে বহু মানুষের প্রেমে পড়েন এঁরা! এবং এক সঙ্গে বহু সম্পর্ককেই টিকিয়ে রাখতে চান। জীবনে নতুন কিছু এঁদের সব সময় চাই। বহুগামীতাতেও এঁদের সমস্যা নেই! (Explainer: এই তথ্য একটি সার্বিক জ্যোতিষ গণনা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতেই পারে! তাই রাশি শুনেই সম্পর্ক না এগোনো একেবারেই উচিত নয়। দরকারে ভাল জ্যোতিষের পরামর্শ নিতে পারেন।)photo source collected