Zodiac : অহঙ্কারী আর রুক্ষ ব্যবহার! এই ৫ রাশির মানুষ নিজেদের বড় কেউকেটা ভাবে

Last Updated:
Zodiac: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পাঁচটি এমন রাশি আছে যার জাতক জাতিকারা নিজেদের বিরাট বড় মাপের কেউকেটা মনে করে।
1/6
প্রতিটি রাশিরই কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। কেউ একটি বেশি আবেগপ্রবণ হয়। কেউ আবার অল্পেতেই মাথা গরম করে বসেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পাঁচটি এমন রাশি আছে যার জাতক জাতিকারা  নিজেদের বিরাট বড় মাপের কেউকেটা মনে করে। অন্যদের সঙ্গে এরা খুব রুক্ষ ব্যবহারও করে। দেখে নেওয়া যাক এরা কারা।
প্রতিটি রাশিরই কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। কেউ একটি বেশি আবেগপ্রবণ হয়। কেউ আবার অল্পেতেই মাথা গরম করে বসেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পাঁচটি এমন রাশি আছে যার জাতক জাতিকারা নিজেদের বিরাট বড় মাপের কেউকেটা মনে করে। অন্যদের সঙ্গে এরা খুব রুক্ষ ব্যবহারও করে। দেখে নেওয়া যাক এরা কারা।
advertisement
2/6
মকর- সামনের মানুষের কেমন লাগছে বা সে কী ভাবছে তা ভাবে না এই রাশির জাতক জাতিকারা। নিজেদের দুনিয়ার সামনে কী ভাবে বড় করে তুলে ধরা যায় সেটাই এরা ভাবে। নিজেদের বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রমও করে। কিন্তু বিনয় শব্দ এদের অভিধানে নেই। আর তাই এরা কিছুক্ষেত্রে খুবই বেপরোয়া।
মকর- সামনের মানুষের কেমন লাগছে বা সে কী ভাবছে তা ভাবে না এই রাশির জাতক জাতিকারা। নিজেদের দুনিয়ার সামনে কী ভাবে বড় করে তুলে ধরা যায় সেটাই এরা ভাবে। নিজেদের বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রমও করে। কিন্তু বিনয় শব্দ এদের অভিধানে নেই। আর তাই এরা কিছুক্ষেত্রে খুবই বেপরোয়া।
advertisement
3/6
ধনু- অন্য মানুষের মনে কেমন লাগছে তা নিয়ে ভাবার সময়ই নেই এদের। নিজেদের উন্নততর করে তুলতে এরা ব্যস্ত থাকে। খুবই রঙিন ব্যক্তিত্ব হয় এদের। কিন্তু মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এরা মোটেই দক্ষ নয়। বিশেষ করে তাদের পরিশ্রম কেউ না বুঝলে মুখে যা আসে বলে দেয় এরা।
ধনু- অন্য মানুষের মনে কেমন লাগছে তা নিয়ে ভাবার সময়ই নেই এদের। নিজেদের উন্নততর করে তুলতে এরা ব্যস্ত থাকে। খুবই রঙিন ব্যক্তিত্ব হয় এদের। কিন্তু মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এরা মোটেই দক্ষ নয়। বিশেষ করে তাদের পরিশ্রম কেউ না বুঝলে মুখে যা আসে বলে দেয় এরা।
advertisement
4/6
কুম্ভ- সবার সামনে যখন নিজেকে প্রমাণ করার প্রশ্ন ওঠে, এরা বিনয়ের ধার কাছ দিয়ে যায় না। এই রাশির জাতক জাতিকার কথা মনে আঘাত করতে জোরদার। এরা ভুলে যায়, প্রিয়জনের মনে আঘাত করলে আদপে ক্ষতিটা তাদেরই। রেগে গেলে বেপরোয়া হয়ে ওঠে।
কুম্ভ- সবার সামনে যখন নিজেকে প্রমাণ করার প্রশ্ন ওঠে, এরা বিনয়ের ধার কাছ দিয়ে যায় না। এই রাশির জাতক জাতিকার কথা মনে আঘাত করতে জোরদার। এরা ভুলে যায়, প্রিয়জনের মনে আঘাত করলে আদপে ক্ষতিটা তাদেরই। রেগে গেলে বেপরোয়া হয়ে ওঠে।
advertisement
5/6
বৃষ- এরা বুঝতে পারে না যে এদের ব্যবহার কতটা রুক্ষ হতে পারে ক্ষেত্রবিশেষে। এরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই ভাল মন্দ না ভেবেই হঠকারী সিদ্ধান্ত নেয়।
বৃষ- এরা বুঝতে পারে না যে এদের ব্যবহার কতটা রুক্ষ হতে পারে ক্ষেত্রবিশেষে। এরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই ভাল মন্দ না ভেবেই হঠকারী সিদ্ধান্ত নেয়।
advertisement
6/6
বৃশ্চিক- এরা খুবই অহঙ্কারী হয়। এদের গুণের জন্যই এরা প্রশংসিত হয়। কিন্তু সেই খ্যাতিই অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। এরা যত বড় হয়, তত অহঙ্কারী হয়ে ওঠে.
বৃশ্চিক- এরা খুবই অহঙ্কারী হয়। এদের গুণের জন্যই এরা প্রশংসিত হয়। কিন্তু সেই খ্যাতিই অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। এরা যত বড় হয়, তত অহঙ্কারী হয়ে ওঠে.
advertisement
advertisement
advertisement