Barefoot Bath in River: ভেবে দেখেছেন, কেন খালি পায়ে নদীতে স্নান করা হয়? রয়েছে বড় কারণ! চমকে দেওয়া তথ্য জ্যোতিষীর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Barefoot Bath in River: গঙ্গায় স্নান করার সময় কেন খালি পায়ে স্নান করা হয়, এটা কি কখনও ভেবে দেখেছেন৷ জ্যোতিষী পন্ডিত অলোক পান্ড্য জানিয়েছেন কেন খালি পায়ে নদীতে স্নান করা হয়, এর কি কোনও বিশেষ নিয়ম রয়েছে, নাকি বৈজ্ঞানিক কোনও কারণ রয়েছে এর পিছনে।
advertisement
advertisement
জ্যোতিষীর মতে,গঙ্গায় স্নান করার রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে৷ গঙ্গায় স্নান করার মাধ্যমে একজন নেতিবাচক শক্তি দূর করে এবং পৃথিবীর শক্তির সঙ্গে সংযোগ বজায় রাখে। সব সময় খালি পায়েই নদীতে স্নান করা উচিত৷ খালি পায়ে স্নান করলে নদী থেকে নির্গত শক্তি আপনার শরীরে প্রবেশ করে এবং এটি শরীরেরও অনেক উপকার করে।
advertisement
advertisement
advertisement
advertisement