Rakhi Purnima 2023: আজ ভদ্রার অশুভ দৃষ্টি উপেক্ষা করে ভাই-দাদাকে রাখি পরিয়েছেন? কী ঘটতে চলেছে? জানিয়ে দিলেন জ্যোতিষী

Last Updated:
Rakhi Purnima 2023: প্রথা মেনেই রাখি পরানোর দিন ছিল বুধবার। কিন্তু শাস্ত্রমতে রাখি পূর্ণিমা পালন করা চলবে না আজ।
1/5
*আজ রাখি পূর্ণিমা। কিন্তু রাখি পূর্ণিমা পালন হচ্ছে না আজকের দিনে। অদ্ভুত লাগলেও সত্যি। প্রথা মেনেই রাখি পরানোর দিন ছিল বুধবার। কিন্তু শাস্ত্রমতে রাখি পূর্ণিমা পালন করা চলবে না আজ। কিন্তু কেন? 
*আজ রাখি পূর্ণিমা। কিন্তু রাখি পূর্ণিমা পালন হচ্ছে না আজকের দিনে। অদ্ভুত লাগলেও সত্যি। প্রথা মেনেই রাখি পরানোর দিন ছিল বুধবার। কিন্তু শাস্ত্রমতে রাখি পূর্ণিমা পালন করা চলবে না আজ। কিন্তু কেন? 
advertisement
2/5
*জটিল প্রশ্নের উত্তর খুঁজতে শরণাপন্ন হতে হয়েছিল বাঁকুড়ার স্বনামধন্য জ্যোতিষ গ্রাম কাপিষ্ঠার জ্যোতিষদের। কবে চাকরি পাবেন? পড়াশোনা কেমন এগোবে? মেয়ের বিয়ের যোগ রয়েছে? আপনার স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সব প্রশ্নের মুখে আমরা সকলেই পড়ি।
*জটিল প্রশ্নের উত্তর খুঁজতে শরণাপন্ন হতে হয়েছিল বাঁকুড়ার স্বনামধন্য জ্যোতিষ গ্রাম কাপিষ্ঠার জ্যোতিষদের। কবে চাকরি পাবেন? পড়াশোনা কেমন এগোবে? মেয়ের বিয়ের যোগ রয়েছে? আপনার স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সব প্রশ্নের মুখে আমরা সকলেই পড়ি।
advertisement
3/5
*নিজের ভবিষ্যতটা একটু জেনে নিতে কার না ভাল লাগে! ঠিক তখনই আমরা শরণাপন্ন হই স্বনামধন্য কোনও জ্যোতিষের কাছে। জানেন কি? বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে, যাদের মূল জীবিকা জ্যোতিষচর্চা। এই গ্রামেই উত্তর পাওয়া গেল রাখি পূর্ণিমার অর্থাৎ আজকের জন্য সবচেয়ে বড় প্রশ্নের।
*নিজের ভবিষ্যতটা একটু জেনে নিতে কার না ভাল লাগে! ঠিক তখনই আমরা শরণাপন্ন হই স্বনামধন্য কোনও জ্যোতিষের কাছে। জানেন কি? বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে, যাদের মূল জীবিকা জ্যোতিষচর্চা। এই গ্রামেই উত্তর পাওয়া গেল রাখি পূর্ণিমার অর্থাৎ আজকের জন্য সবচেয়ে বড় প্রশ্নের।
advertisement
4/5
*নিজের ভবিষ্যতটা একটু জেনে নিতে কার না ভাল লাগে! ঠিক তখনই আমরা শরণাপন্ন হই স্বনামধন্য কোনও জ্যোতিষের কাছে। জানেন কি? বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে, যাদের মূল জীবিকা জ্যোতিষচর্চা। এই গ্রামেই উত্তর পাওয়া গেল রাখি পূর্ণিমার অর্থাৎ আজকের জন্য সবচেয়ে বড় প্রশ্নের।
*নিজের ভবিষ্যতটা একটু জেনে নিতে কার না ভাল লাগে! ঠিক তখনই আমরা শরণাপন্ন হই স্বনামধন্য কোনও জ্যোতিষের কাছে। জানেন কি? বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে, যাদের মূল জীবিকা জ্যোতিষচর্চা। এই গ্রামেই উত্তর পাওয়া গেল রাখি পূর্ণিমার অর্থাৎ আজকের জন্য সবচেয়ে বড় প্রশ্নের।
advertisement
5/5
*তবে আজ যদি শাস্ত্র ভেঙে কেউ রাখি পড়ায়? কোন চরম ক্ষতি অপেক্ষা করছে তার জন্য? সেই প্রশ্নের উত্তরও জ্যোতিষী দিয়েছেন। তিনি বলেন, "প্রিয়জনের কল্যাণে রাখি পড়ানো হয়, যদিও শাস্ত্রমতে আজ রাখি পূর্ণিমা নয়, তবুও ভাল মন নিয়ে নিজের প্রিয়জনের কল্যাণ কামনা করে যদি রাখি পরানো হয়, তাহলে কোনও ক্ষতির সম্ভাবনা নেই।"
*তবে আজ যদি শাস্ত্র ভেঙে কেউ রাখি পড়ায়? কোন চরম ক্ষতি অপেক্ষা করছে তার জন্য? সেই প্রশ্নের উত্তরও জ্যোতিষী দিয়েছেন। তিনি বলেন, "প্রিয়জনের কল্যাণে রাখি পড়ানো হয়, যদিও শাস্ত্রমতে আজ রাখি পূর্ণিমা নয়, তবুও ভাল মন নিয়ে নিজের প্রিয়জনের কল্যাণ কামনা করে যদি রাখি পরানো হয়, তাহলে কোনও ক্ষতির সম্ভাবনা নেই।"
advertisement
advertisement
advertisement