সময় খারাপ যাচ্ছে? বাড়িতে ঘড়ি ঠিক দিকে রেখেছেন তো? নইলেই কিন্তু বিপদ! বাস্তুমতে জেনে নিন সঠিক দিক!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাস্তু মতে আমাদের ঘরের কোন দিকে কোন জিনিসটা রাখলে ইতিবাচক শক্তি সারা বাড়িতে ছড়িয় পড়বে। আর যে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়, সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বাস করে।
advertisement
আমাদের সবার বাড়িতেও দেওয়াল ঘড়ি থাকে। যতই হালফিলে মোবাইলে সময় দেখা আমাদের অভ্যেস হয়ে গিয়েছে, তবু ঘরের দেওয়ালে একটা ঘড়ি না থাকলে যেন মানায় না। আগেকার দিনে দেওয়াল ঘড়ি থেকে ঘণ্টায় ঘণ্টায় ঢং ঢং শব্দ সময়ের জানান দিত। আজকাল সেই প্রচলন না থাকলেও দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ বাড়ির অবিচ্ছেদ্য অংশ। তবে দেওয়ালে ঘড়ি লাগালেই তো হল না। জেনে নিন ঘরের কোন দিকে কেমন দেওয়াল ঘড়ি লাগালে তবে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করবে। প্রতীকী ছবি
advertisement
advertisement
হিন্দু ধর্ম অনুসারে উত্তর দিকে সম্পদের দেবতা কুবেরের বাস। তাই সেদিকে ঘড়ি লাগালে অর্থলাভ হয়। পূর্বদিক হল দেবরাজ ইন্দ্রের দিক। তাই সেদিকের দেওয়ালে ঘড়ি লাগালে ক্ষমতা প্রাপ্তি হয়। আবার পশ্চিম দিক হল বৃষ্টির দেবতা বরুণের দিক। তাই পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি লাগালে জীবনে স্থিতি আসে। তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক। তাই এই দিকের দেওয়ালে ভুলেও ঘড়ি লাগানো উচিত নয়। এতে যমকে আহ্বান করা হয়। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
advertisement