এইভাবে রাখুন পলাশফুল :
বাস্তুতে পলাশ ফুলের অনেক উপকারের কথা বলা হয়েছে। কথিত আছে যে এটি ঘরে লাগালে ধন-সম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র (Vastu Tips) মতে অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা দূর করতে পলাশ ফুল ও একটি নারকেল নিয়ে একটি সাদা কাপড়ে বেঁধে খিলান বা টাকা রাখার স্থানে রাখুন। উল্লেখ্য পলাশের তাজা ফুল না পাওয়া গেলে শুকনো ফুলও ব্যবহার করা যেতে পারে ঘরোয়া টোটকা তৈরি করতে পারা যায়।