Vastu Tips: বাড়বে টাকা, সংসারে আসবে সোনালি দিন! পলাশের ঘরোয়া টোটকাই করবে দুর্দান্ত কামাল

Last Updated:
Vastu Tips: এই ফুলের রয়েছে বিরাট গুণ, সিন্দুকে রাখতেই আর্থিক শ্রী বৃদ্ধির দুর্দান্ত সম্ভাবনা
1/5
বাস্তুশাস্ত্র অনুসারে, ইতিবাচকতার জন্য বাড়িতে অনেক গাছ লাগানো হয়, যা পরিবারে সুখ আনে। তেমনই একটি গাছ পলাশ। বাস্তু মতে এই গাছে রয়েছে বিপুল সদর্থক ক্ষমতা যা কোনও ব্যক্তির জীবনে নিয়ে আসতে পারে সুখ সমৃদ্ধি ও অর্থ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গাছের ফুল খুবই অলৌকিক। পলাশ ফুল ঘরে রাখলে পাওয়া যায় ব্যাপক সদর্থক ফল। আসুন জেনে নিই পলাশ ফুলের অলৌকিক প্রতিকার ক্ষমতা সম্পর্কে।
বাস্তুশাস্ত্র অনুসারে, ইতিবাচকতার জন্য বাড়িতে অনেক গাছ লাগানো হয়, যা পরিবারে সুখ আনে। তেমনই একটি গাছ পলাশ। বাস্তু মতে এই গাছে রয়েছে বিপুল সদর্থক ক্ষমতা যা কোনও ব্যক্তির জীবনে নিয়ে আসতে পারে সুখ সমৃদ্ধি ও অর্থ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গাছের ফুল খুবই অলৌকিক। পলাশ ফুল ঘরে রাখলে পাওয়া যায় ব্যাপক সদর্থক ফল। আসুন জেনে নিই পলাশ ফুলের অলৌকিক প্রতিকার ক্ষমতা সম্পর্কে।
advertisement
2/5
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গাছের ফুল খুবই অলৌকিক। পলাশ ফুল (Palas flower For Prosperity)ঘরে রাখলে পাওয়া যায় ব্যাপক সদর্থক ফল। আসুন জেনে নিই পলাশ ফুলের অলৌকিক প্রতিকার ক্ষমতা সম্পর্কে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গাছের ফুল খুবই অলৌকিক। পলাশ ফুল (Palas flower For Prosperity)ঘরে রাখলে পাওয়া যায় ব্যাপক সদর্থক ফল। আসুন জেনে নিই পলাশ ফুলের অলৌকিক প্রতিকার ক্ষমতা সম্পর্কে।
advertisement
3/5
এইভাবে রাখুন পলাশফুল : বাস্তুতে পলাশ ফুলের অনেক উপকারের কথা বলা হয়েছে। কথিত আছে যে এটি ঘরে লাগালে ধন-সম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র মতে অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা দূর করতে পলাশ ফুল ও একটি নারকেল নিয়ে একটি সাদা কাপড়ে বেঁধে খিলান বা টাকা রাখার স্থানে রাখুন। উল্লেখ্য পলাশের তাজা ফুল না পাওয়া গেলে শুকনো ফুলও ব্যবহার করা যেতে পারে ঘরোয়া টোটকা তৈরি করতে পারা যায়।
এইভাবে রাখুন পলাশফুল : বাস্তুতে পলাশ ফুলের অনেক উপকারের কথা বলা হয়েছে। কথিত আছে যে এটি ঘরে লাগালে ধন-সম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র মতে অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা দূর করতে পলাশ ফুল ও একটি নারকেল নিয়ে একটি সাদা কাপড়ে বেঁধে খিলান বা টাকা রাখার স্থানে রাখুন। উল্লেখ্য পলাশের তাজা ফুল না পাওয়া গেলে শুকনো ফুলও ব্যবহার করা যেতে পারে ঘরোয়া টোটকা তৈরি করতে পারা যায়।
advertisement
4/5
জ্যোতিষশাস্ত্র বলছে, যে নক্ষত্রে প্রত্যেক জাতক জাতিকার জন্ম হয় সেই নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত গাছপালা বা ভেষজ ব্যবহার পরিহার করা উচিত। এমন পরিস্থিতিতে যারা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের শুক্রবার পলাশ গাছের ক্ষতি করা উচিত নয়।
জ্যোতিষশাস্ত্র বলছে, যে নক্ষত্রে প্রত্যেক জাতক জাতিকার জন্ম হয় সেই নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত গাছপালা বা ভেষজ ব্যবহার পরিহার করা উচিত। এমন পরিস্থিতিতে যারা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের শুক্রবার পলাশ গাছের ক্ষতি করা উচিত নয়।
advertisement
5/5
শুধু তাই নয়, এই দিনে পলাশ কাঠ, ফুল বা তা থেকে তৈরি জিনিস ব্যবহার করা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। তাঁদের উচিত শুক্রবারে পলাশ গাছের পুজো করা। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
শুধু তাই নয়, এই দিনে পলাশ কাঠ, ফুল বা তা থেকে তৈরি জিনিস ব্যবহার করা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। তাঁদের উচিত শুক্রবারে পলাশ গাছের পুজো করা। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
advertisement
advertisement
advertisement