Tulsi Plant Vastu Tips: বাড়িতে তুলসী গাছ, তা-ও অধরা সুখ-সমৃদ্ধি! দেখুন এই ভুলগুলো করছেন না তো? রুষ্ট হন মা লক্ষ্মী...

Last Updated:
তুলসী গাছের কাছাকাছি জায়গায় কখনও ক্যাক্টসের মতো কাঁটাযুক্ত গাছ রাখবেন না৷
1/10
হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ একদিকে ধর্মীয় ভাবে যেমন তুলসী গুরুত্বপূর্ণ, অন্যদিকে, তেমনই এর ওষধিগুণও অতুলনীয়৷ গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকলে সংসারে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে৷
হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ একদিকে ধর্মীয় ভাবে যেমন তুলসী গুরুত্বপূর্ণ, অন্যদিকে, তেমনই এর ওষধিগুণও অতুলনীয়৷ গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকলে সংসারে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে৷
advertisement
2/10
কিন্তু, আমরা এমন দৃষ্টান্তও দেখি বাড়িতে তুলসী গাছ রাখা সত্ত্বেও সংসারে আর্থিক অনটন যেন মিটতেই চায় না৷ আসলে ধর্ম ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছ সংক্রান্ত বেশ কিছু নিয়মাবলি রয়েছে, যার অধিকাংশই আমরা জানি না৷ আর তার জেরেই মা লক্ষ্মী ক্রুদ্ধ হন৷
কিন্তু, আমরা এমন দৃষ্টান্তও দেখি বাড়িতে তুলসী গাছ রাখা সত্ত্বেও সংসারে আর্থিক অনটন যেন মিটতেই চায় না৷ আসলে ধর্ম ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছ সংক্রান্ত বেশ কিছু নিয়মাবলি রয়েছে, যার অধিকাংশই আমরা জানি না৷ আর তার জেরেই মা লক্ষ্মী ক্রুদ্ধ হন৷
advertisement
3/10
তুলসী গাছ সম্পর্কে বিশেষ কিছু নিয়ম কাননু রয়েছে৷ যেমন, তুলসী গাছ কখনওই মাটিতে রোপণ করবেন না৷ উপযুক্ত টব, তুলসীর বেদি তৈরি করে তাতে মাটি রেখে তুলসী গাছ রোপণ করা উচিত৷
তুলসী গাছ সম্পর্কে বিশেষ কিছু নিয়ম কাননু রয়েছে৷ যেমন, তুলসী গাছ কখনওই মাটিতে রোপণ করবেন না৷ উপযুক্ত টব, তুলসীর বেদি তৈরি করে তাতে মাটি রেখে তুলসী গাছ রোপণ করা উচিত৷
advertisement
4/10
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের রবিবার এবং মাসের একাদশীর দিনগুলিতে তুলসী গাছে কখনওই জল দেওয়া উচিত নয়৷ শুধু তাই নয়, এই দিনগুলিতে তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়৷
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের রবিবার এবং মাসের একাদশীর দিনগুলিতে তুলসী গাছে কখনওই জল দেওয়া উচিত নয়৷ শুধু তাই নয়, এই দিনগুলিতে তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়৷
advertisement
5/10
ঘরে কখনওই শুকনো তুলসী গাছ রাখবেন না৷ তুলসী গাছ শুকিয়ে গেলে তা গঙ্গায় বা যে কোনও শুদ্ধ জলাশয়ে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দিয়ে দিন৷ সেই তুলসী গাছের জায়গায় দ্রুত সুস্থ তুলসী চারা রোপণ করুন৷ বাড়িতে শুকনো তুলসী গাছ রাখা অশুভ৷ এতে সংসারে অর্থকষ্ট তৈরির সম্ভাবনা থাকে৷
ঘরে কখনওই শুকনো তুলসী গাছ রাখবেন না৷ তুলসী গাছ শুকিয়ে গেলে তা গঙ্গায় বা যে কোনও শুদ্ধ জলাশয়ে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দিয়ে দিন৷ সেই তুলসী গাছের জায়গায় দ্রুত সুস্থ তুলসী চারা রোপণ করুন৷ বাড়িতে শুকনো তুলসী গাছ রাখা অশুভ৷ এতে সংসারে অর্থকষ্ট তৈরির সম্ভাবনা থাকে৷
advertisement
6/10
তুলসী গাছ যেখানে রাখবেন, তার চারপাশ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে৷ তুলসী গাছ কখনওই অন্ধকারে রাখা উচিত নয়৷ প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান৷ মা লক্ষ্মী সর্বদা সংসারে বিরাজমান হন৷
তুলসী গাছ যেখানে রাখবেন, তার চারপাশ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে৷ তুলসী গাছ কখনওই অন্ধকারে রাখা উচিত নয়৷ প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান৷ মা লক্ষ্মী সর্বদা সংসারে বিরাজমান হন৷
advertisement
7/10
শুকনো তুলসী পাতা কখনও যেখানে সেখানে ফেলে দেবেন না৷ তা সর্বদা তুলসী গাছের মাটিতে রাখুন৷
শুকনো তুলসী পাতা কখনও যেখানে সেখানে ফেলে দেবেন না৷ তা সর্বদা তুলসী গাছের মাটিতে রাখুন৷
advertisement
8/10
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে তুলসী গাছ রাখলে তা সংসারের ক্ষতি ডেকে আনতে পারে৷ তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন৷
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে তুলসী গাছ রাখলে তা সংসারের ক্ষতি ডেকে আনতে পারে৷ তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন৷
advertisement
9/10
তুলসী গাছের কাছাকাছি জায়গায় কখনও ক্যাক্টসের মতো কাঁটাযুক্ত গাছ রাখবেন না৷
তুলসী গাছের কাছাকাছি জায়গায় কখনও ক্যাক্টসের মতো কাঁটাযুক্ত গাছ রাখবেন না৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য প্রচলিত বিশ্বাসের উপরে ভিত্তি করে লেখা হয়েছে৷ নিউজ ১৮ বাংলা বিষয়গুলি নিশ্চিত করে না৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য প্রচলিত বিশ্বাসের উপরে ভিত্তি করে লেখা হয়েছে৷ নিউজ ১৮ বাংলা বিষয়গুলি নিশ্চিত করে না৷
advertisement
advertisement
advertisement