Super Blue Moon: আগামিকাল বিরল সুপার ব্লু মুন! চাঁদের এই বিশেষ রূপের কী প্রভাব পড়বে জীবনে, জানুন জ্যোতিষীর মত

Last Updated:
Super Blue Moon: জ্যোতির্বিদ্যার পাশাপাশি জ্যোতিষচর্চার দিক থেকেও বুধবার সুপার ব্লু মুনের বিশেষ মাহাত্ম্য আছে
1/6
জ্যোতির্বিদ্যার পাশাপাশি জ্যোতিষচর্চার দিক থেকেও বুধবার সুপার ব্লু মুনের বিশেষ মাহাত্ম্য আছে। জ্যোতিষ মতে বিশ্বাস, বিরল এই চন্দ্রকলার প্রভাব পড়ে মানুষের আবেগ, কল্পনা এবং মনের অবচেতনে।
জ্যোতির্বিদ্যার পাশাপাশি জ্যোতিষচর্চার দিক থেকেও বুধবার সুপার ব্লু মুনের বিশেষ মাহাত্ম্য আছে। জ্যোতিষ মতে বিশ্বাস, বিরল এই চন্দ্রকলার প্রভাব পড়ে মানুষের আবেগ, কল্পনা এবং মনের অবচেতনে।
advertisement
2/6
বলা হয় পূর্ণিমায় চন্দ্রশক্তির তীব্রতা সবথেকে বেশি। অনুসূর অবস্থানে চাঁদ সুপারমুন হয়ে ধরা দেয় অন্যান্য দিনের তুলনায় অনেক বড় আকারে। ফলে বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবের তীব্রতাও বাড়ে।
বলা হয় পূর্ণিমায় চন্দ্রশক্তির তীব্রতা সবথেকে বেশি। অনুসূর অবস্থানে চাঁদ সুপারমুন হয়ে ধরা দেয় অন্যান্য দিনের তুলনায় অনেক বড় আকারে। ফলে বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবের তীব্রতাও বাড়ে।
advertisement
3/6
চন্দ্রশক্তির প্রভাবে আবেগ, চিন্তাধারা ও কল্পনাশক্তিতে আরও তীক্ষ্ণতা আসে।
চন্দ্রশক্তির প্রভাবে আবেগ, চিন্তাধারা ও কল্পনাশক্তিতে আরও তীক্ষ্ণতা আসে।
advertisement
4/6
সুপার ব্লু মুনের প্রভাবে মানুষের জীবনে ভাল এবং মন্দ হতে পারে দু’রকম প্রভাবই। কার ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে তা নির্ভর করে জন্মছক ও অন্যান্য আনুষঙ্গিক নানা বিষয়ের উপর।
সুপার ব্লু মুনের প্রভাবে মানুষের জীবনে ভাল এবং মন্দ হতে পারে দু’রকম প্রভাবই। কার ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে তা নির্ভর করে জন্মছক ও অন্যান্য আনুষঙ্গিক নানা বিষয়ের উপর।
advertisement
5/6
বিরল সুপার ব্লু মুনের প্রভাবে জীবনে একদিকে আসতে পারে নতুন দায়িত্ব। আবার অন্যদিকে অপ্রত্যাশিত পরিবর্তনও ধেয়ে আসতে পারে জীবনের বাঁকে।
বিরল সুপার ব্লু মুনের প্রভাবে জীবনে একদিকে আসতে পারে নতুন দায়িত্ব। আবার অন্যদিকে অপ্রত্যাশিত পরিবর্তনও ধেয়ে আসতে পারে জীবনের বাঁকে।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement