Shravani Amavasya 2024 Date & Time: আসছে শ্রাবণী অমাবস্যা! কবে পালিত হবে? জানুন কত ক্ষণ থাকবে এই গুরুত্বপূর্ণ তিথি

Last Updated:
Shravani Amavasya 2024 Date & Time: চলছে শ্রাবণমাস। এই মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালী অমাবস্যাও বলা হয়।
1/7
চলছে শ্রাবণমাস। এই মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
চলছে শ্রাবণমাস। এই মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
advertisement
2/7
এ বছর শ্রাবণ অমাবস্যা পড়েছে আগামী ৩ অগাস্ট।
এ বছর শ্রাবণ অমাবস্যা পড়েছে আগামী ৩ অগাস্ট।
advertisement
3/7
৩ অগাস্ট, মঙ্গলবার দুপুর ৩.৫২ মিনিটে শুরু হবে অমাবস্যা।
৩ অগাস্ট, মঙ্গলবার দুপুর ৩.৫২ মিনিটে শুরু হবে অমাবস্যা।
advertisement
4/7
অমাবস্যা তিথি থাকবে ৪ অগাস্ট বিকেল ৪.৪৩ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে এ দিনই পালিত হবে শ্রাবণ অমাবস্যা।
অমাবস্যা তিথি থাকবে ৪ অগাস্ট বিকেল ৪.৪৩ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে এ দিনই পালিত হবে শ্রাবণ অমাবস্যা।
advertisement
5/7
শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালী অমাবস্যাও বলা হয়।
শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালী অমাবস্যাও বলা হয়।
advertisement
6/7
পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি খুবই মাহাত্ম্যপূর্ণ। পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান।
পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি খুবই মাহাত্ম্যপূর্ণ। পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান।
advertisement
7/7
বর্ষাকালে চারদিক সবুজে শ্যামল হয়ে থাকে। তাই শ্রাবণী অমাবস্যাকে বলা হয় ‘হরিয়ালী অমাবস্যা’ বা ‘সবুজ শ্যামল অমাবস্যা’।
বর্ষাকালে চারদিক সবুজে শ্যামল হয়ে থাকে। তাই শ্রাবণী অমাবস্যাকে বলা হয় ‘হরিয়ালী অমাবস্যা’ বা ‘সবুজ শ্যামল অমাবস্যা’।
advertisement
advertisement
advertisement