Shatru Grah Yuti 2023: শত্রুগ্রহ যুতি! শনি-সূর্যের বৈরিতায় মারাত্মক প্রভাব পড়বে এই তিন রাশির জীবনে

Last Updated:
Shatru Grah Yuti 2023: সূর্যদেব অবস্থান করছেন বিরোধী গ্রহের ঘরে। এই পারস্পরিক বিরোধের ফলে তিনটি রাশির উপর পড়তে পারে কুপ্রভাব।
1/6
ভারতীয় পুরাণ-বিশ্বাস অনুযায়ী শনিদেবের সঙ্গে সূর্যদেবের চূড়ান্ত বিরোধ। তাঁরা কখনও সহাবস্থানে থাকতে পছন্দ করেন না। কিন্তু ঘটনাচক্রে এই মার্চ মাসে তাঁরা একই রাশিতে অবস্থান করবেন। শুধু তাই নয়, তাঁরা যে রাশিতে অবস্থান করছেন তা হল কুম্ভ, যা শনিদেবের নিজের রাশি। অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন বিরোধী গ্রহের ঘরে। এই পারস্পরিক বিরোধের ফলে তিনটি রাশির উপর পড়তে পারে কুপ্রভাব।
ভারতীয় পুরাণ-বিশ্বাস অনুযায়ী শনিদেবের সঙ্গে সূর্যদেবের চূড়ান্ত বিরোধ। তাঁরা কখনও সহাবস্থানে থাকতে পছন্দ করেন না। কিন্তু ঘটনাচক্রে এই মার্চ মাসে তাঁরা একই রাশিতে অবস্থান করবেন। শুধু তাই নয়, তাঁরা যে রাশিতে অবস্থান করছেন তা হল কুম্ভ, যা শনিদেবের নিজের রাশি। অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন বিরোধী গ্রহের ঘরে। এই পারস্পরিক বিরোধের ফলে তিনটি রাশির উপর পড়তে পারে কুপ্রভাব।
advertisement
2/6
গত ৭ জানুয়ারি থেকেই কুম্ভ রাশির ঘরে বসে রয়েছেন শনিদেব। ৩ ফেব্রুয়ারি ওই রাশিতে আসেন সূর্যদেব। আগামী ১৫ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন তিনি। পরস্পর বিরোধী শনি ও সূর্যদেবের সংস্রবের কারণে ১৫ মার্চ পর্যন্ত এই তিন রাশির জাতক-জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে। এসময় অর্থহানি, স্বাস্থ্য সমস্যা হতে পারে। কর্ম ব্যবসায় মন্থরতা, কাঙ্ক্ষিত ফল লাভে বাধা আসতে পারে।
গত ৭ জানুয়ারি থেকেই কুম্ভ রাশির ঘরে বসে রয়েছেন শনিদেব। ৩ ফেব্রুয়ারি ওই রাশিতে আসেন সূর্যদেব। আগামী ১৫ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন তিনি। পরস্পর বিরোধী শনি ও সূর্যদেবের সংস্রবের কারণে ১৫ মার্চ পর্যন্ত এই তিন রাশির জাতক-জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে। এসময় অর্থহানি, স্বাস্থ্য সমস্যা হতে পারে। কর্ম ব্যবসায় মন্থরতা, কাঙ্ক্ষিত ফল লাভে বাধা আসতে পারে।
advertisement
3/6
 কর্কট: সূর্য-শনির সংযোগের ফলে কর্কট রাশির উপর অশুভ প্রভাব পড়তে পারে। এই রাশির অষ্টম ঘরে বসে রয়েছেন উভয় গ্রহদেব। পরিবারের জ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। নিজেরও রোগ বা দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেতে অসুবিধা হতে পারে। তর্কে না জড়ানোই ভাল এসময়। আইনি ঝামেলা বাড়তে পারে।
কর্কট: সূর্য-শনির সংযোগের ফলে কর্কট রাশির উপর অশুভ প্রভাব পড়তে পারে। এই রাশির অষ্টম ঘরে বসে রয়েছেন উভয় গ্রহদেব। পরিবারের জ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। নিজেরও রোগ বা দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেতে অসুবিধা হতে পারে। তর্কে না জড়ানোই ভাল এসময়। আইনি ঝামেলা বাড়তে পারে।
advertisement
4/6
মকর: এসময় এই রাশির জাতক জাতিকার জন্যও সমস্যা তৈরি হতে পারে। এই রাশির দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে সূর্য-শনি সংযোগ, ফলে এই রাশির জাতক জাতিকার সাড়ে সাতি চলছে। এমন অবস্থায় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রবীণ আত্মীয়ের যত্ন নিতে হবে।
মকর: এসময় এই রাশির জাতক জাতিকার জন্যও সমস্যা তৈরি হতে পারে। এই রাশির দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে সূর্য-শনি সংযোগ, ফলে এই রাশির জাতক জাতিকার সাড়ে সাতি চলছে। এমন অবস্থায় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রবীণ আত্মীয়ের যত্ন নিতে হবে।
advertisement
5/6
কুম্ভ: শনিদেবের নিজের রাশি কুম্ভ। এসময় এই ঘরে এসেছেন বৈরী সূর্যদেব। তার ফলে ১৫ মার্চ পর্যন্ত জাতক জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে। যে কোনও কাজ নষ্ট হতে পারে। অর্থের ক্ষতি হতে পারে। বিনিয়োগের জন্য এটি অনুকূল সময় নয়। দাম্পত্য কলহ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যাও হতে পারে। নিজেরও গলা বা মুখ সংক্রান্ত রোগ হতে পারে।
কুম্ভ: শনিদেবের নিজের রাশি কুম্ভ। এসময় এই ঘরে এসেছেন বৈরী সূর্যদেব। তার ফলে ১৫ মার্চ পর্যন্ত জাতক জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে। যে কোনও কাজ নষ্ট হতে পারে। অর্থের ক্ষতি হতে পারে। বিনিয়োগের জন্য এটি অনুকূল সময় নয়। দাম্পত্য কলহ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যাও হতে পারে। নিজেরও গলা বা মুখ সংক্রান্ত রোগ হতে পারে।
advertisement
6/6
 প্রতিকার: ১. প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন। ২. রবিবার উপবাস করে সূর্যের পুজো করুন। ৩. আদিত্যহৃদয় স্তোত্র পাঠ করুন। ৪. ভগবান হনুমান ও শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ৫. শনিদেবকে তিল বা সর্ষে নিবেদন করুন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
প্রতিকার: ১. প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন। ২. রবিবার উপবাস করে সূর্যের পুজো করুন। ৩. আদিত্যহৃদয় স্তোত্র পাঠ করুন। ৪. ভগবান হনুমান ও শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ৫. শনিদেবকে তিল বা সর্ষে নিবেদন করুন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement