শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shash Mahapurursh Rajyog Benefits: ভোপালের জ্যোতিষী এবং বাস্তুবিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা ব্যাখ্যা করে জানাচ্ছেন যে এই শশ মহাপুরুষ রাজযোগের কারণে রাশিচক্রের তিন সদস্য বিশেষ ভাবে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। কীভাবে, তা দেখে নেওয়া যাক একে একে।
ভারতীয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে থাকেন এক রাশি থেকে অন্য রাশিতে। এই রাশিগত অবস্থান পরিবর্তনই ভারতীয় জ্যোতিষে গোচর নামে অভিজ্ঞাত। গোচরের বৈশিষ্ট্য হল এই যে একেক সময়ে এই সময়কালে বিশেষ কিছু যোগ সৃষ্টি হয়, যা আমাদের ভাগ্যকে উজ্জ্বল করে তোলে।
advertisement
advertisement
এই বছরের প্রথম দিকে নিজের রাশি কুম্ভে গোচর করেছেন শনিদেব। তাঁর এই গোচরের ফলে তৈরি হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, যা কি আবার ৯ মার্চ, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তুবিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা ব্যাখ্যা করে জানাচ্ছেন যে এই শশ মহাপুরুষ রাজযোগের কারণে রাশিচক্রের তিন সদস্য বিশেষ ভাবে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। কীভাবে, তা দেখে নেওয়া যাক একে একে।
advertisement
advertisement
advertisement