হোম » ছবি » জ্যোতিষকাহন » শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য থাকবে না

শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

  • 16

    শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

    ভারতীয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে থাকেন এক রাশি থেকে অন্য রাশিতে। এই রাশিগত অবস্থান পরিবর্তনই ভারতীয় জ্যোতিষে গোচর নামে অভিজ্ঞাত। গোচরের বৈশিষ্ট্য হল এই যে একেক সময়ে এই সময়কালে বিশেষ কিছু যোগ সৃষ্টি হয়, যা আমাদের ভাগ্যকে উজ্জ্বল করে তোলে।

    MORE
    GALLERIES

  • 26

    শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

    আলাদা করে না বললেও চলে- নবগ্রহের মধ্যে শনিদেবের গোচর নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকি আমরা। কেন না, তিনি কর্মফলদাতা। আমাদের কোন কর্মের কেমন ফল আমাদের লাভ করতে হবে, তা বলা মুশকিল। তাই শনির বক্রীদৃষ্টি শাস্তিলাভের সমতুল্য।

    MORE
    GALLERIES

  • 36

    শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

    এই বছরের প্রথম দিকে নিজের রাশি কুম্ভে গোচর করেছেন শনিদেব। তাঁর এই গোচরের ফলে তৈরি হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, যা কি আবার ৯ মার্চ, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তুবিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা ব্যাখ্যা করে জানাচ্ছেন যে এই শশ মহাপুরুষ রাজযোগের কারণে রাশিচক্রের তিন সদস্য বিশেষ ভাবে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। কীভাবে, তা দেখে নেওয়া যাক একে একে।

    MORE
    GALLERIES

  • 46

    শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

    মেষ- শনিদেব এই রাশির একাদশতম কক্ষে উদিত হতে চলেছেন। এই কক্ষটি সম্পদ এবং উপার্জনের প্রতীক। তাই আর্থিক দিক থেকে বিশেষ ভাবে লাভবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীদের পক্ষে এই শশ মহাপুরুষ রাজযোগ প্রায় গুপ্তধন লাভ করার শামিল বলেই গণ্য করা হয়।

    MORE
    GALLERIES

  • 56

    শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

    সিংহ- শনিদেব এই রাশির সপ্তম কক্ষে উদিত হতে চলেছেন, এটি অংশীদারিত্ব এবং বৈবাহিক জীবনের প্রতীক। ফলে, শনিদেবের কৃপায় সম্পর্কের বাঁধন দৃঢ় হবে, অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে। আটকে থাকা কাজ শীঘ্র সমাপ্ত হবে। চাকরিজীবীদের পদোন্নতি এবং উপার্জনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 66

    শুরু হয়েছে শশ মহাপুরুষ রাজযোগ, শনিদেবের কৃপায় এই ৩ রাশির আর দুর্ভাগ্য বলে কিছু থাকবে না!

    কুম্ভ- এই রাশিতেই প্রবেশ করে শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছেন শনিদেব, ফলে তার সর্বাধিক সুফলও পাবেন এই রাশির জাতক-জাতিকারাই। এই সময়ে তাঁরা জীবনসঙ্গী/সঙ্গিনীর পূর্ণ সমর্থন পাবেন, জীবনে উন্নতির সূচনা হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে- ফলে সাফল্য সহজেই করায়ত্ত হবে।

    MORE
    GALLERIES