Shani Gochar: কর্মফলদাতা শনি আসবেন রুপোর পায়ে হেঁটে! তিন রাশির জীবনে খুলবে বন্ধ ভাগ্যের তালা! বাম্পার লাভ কাদের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কর্মফলদাতা শনিকে সবথেকে প্রভাবশালী বলে মনে করা হয়। কারণ, নবগ্রহের মধ্যে সবথেকে ধীর গতিতে চলতে থাকা গ্রহ বলা হয়। এর ফলে প্রতি ৩০ বছর অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করেন। এর প্রভাব পড়ে মানুষ-দেশ দুনিয়ার উপর।
advertisement
advertisement
কর্কট রাশিএই রাশির জাতক/জাতিকারা মীন রাশির গোচর অত্যন্ত সুখের হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতি করবেন এই সময়। এছাড়াও এই সময় চলতে থাকা সমস্যার সমাধান চলবে। বিদেশ যাত্রার সুযোগ মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই সময় সাফল্যের মুখ দেখবেন। এছাড়াও এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন।
advertisement
advertisement
কুম্ভ রাশিএই রাশির জাতক/জাতিকাদের এই সময় প্রতিটি ক্ষেত্রেই অপার সাফল্য আসবে। পরিবারে লম্বা সময় ধরে কোনও সমস্যার সমাধান হতে চলেছে। এই সময় আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। কোনও সরকারি বড় প্রজেক্টে আপনার বড় মুনাফা পেতে পারেন। এই সময় অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এছাড়াও এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে।
advertisement