আর কিছুদিন পরেই বক্রী হবেন শনিদেব! ন্যায়ের দেবতার রাশি পরিবর্তনে ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির! সফলতা ধরা দেবে হাতের মুঠোয়!

Last Updated:
কর্মফলের দেবতা শনি। কেউ যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা হলে শনির প্রভাবে তাঁর জীবনে সাফল্য আসবেই। তাই শনি কর্মফলদাতা! দেশ ও জাতির উপর শনির ভয়ংকর প্রভাব। শনি কৃপা যেমন করেন, তেমনই শনির প্রকোপে পড়লে দফারফাও হয়ে যায়।
1/9
 কর্মফলের দেবতা শনি। কেউ যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা হলে শনির প্রভাবে তাঁর জীবনে সাফল্য আসবেই। তাই শনি কর্মফলদাতা! দেশ ও জাতির উপর শনির ভয়ংকর প্রভাব। শনি কৃপা যেমন করেন, তেমনই শনির প্রকোপে পড়লে দফারফাও হয়ে যায়।
কর্মফলের দেবতা শনি। কেউ যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা হলে শনির প্রভাবে তাঁর জীবনে সাফল্য আসবেই। তাই শনি কর্মফলদাতা! দেশ ও জাতির উপর শনির ভয়ংকর প্রভাব। শনি কৃপা যেমন করেন, তেমনই শনির প্রকোপে পড়লে দফারফাও হয়ে যায়।
advertisement
2/9
 এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছে, এখন শনি মীনে। তিনি বক্রী। আগামী ২৮ নভেম্বর থেকে শনি মার্গী হবেন। এর জেরে বেশ কয়েকটি রাশি শনির কৃপায় এগিয়ে যাবেন, ব্যবসায় ও চাকরিতে সাফল্য পাবেন, আর্থিক সুসময়ের মুখোমুখি হবেন। শনি মার্গী হলে তার প্রভাব সকলের উপর পড়বে সেটাই স্বাভাবিক।<br />সবচেয়ে বড় কথা হল, শনির এই মার্গী হওয়ার জেরে বিশেষ দুই রাশির উপর ঝরবে মা লক্ষ্মীরও অশেষ কৃপা।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছে, এখন শনি মীনে। তিনি বক্রী। আগামী ২৮ নভেম্বর থেকে শনি মার্গী হবেন। এর জেরে বেশ কয়েকটি রাশি শনির কৃপায় এগিয়ে যাবেন, ব্যবসায় ও চাকরিতে সাফল্য পাবেন, আর্থিক সুসময়ের মুখোমুখি হবেন। শনি মার্গী হলে তার প্রভাব সকলের উপর পড়বে সেটাই স্বাভাবিক।সবচেয়ে বড় কথা হল, শনির এই মার্গী হওয়ার জেরে বিশেষ দুই রাশির উপর ঝরবে মা লক্ষ্মীরও অশেষ কৃপা।
advertisement
3/9
মীন রাশির জাতক-জাতিকা শুক্রের উদয়ে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখবেন ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ কেননা শুক্রের উদয়ে লাভের লাভ হবে বৃহস্পতির রাশির ৷ প্রতীকী ছবি ৷
শনি বৃষ রাশির একাদশ ঘর থেকে সরাসরি গতিতে যাত্রা শুরু করবে। শনির এই সরাসরি গতি বৃষ রাশির জাতককে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। এঁদের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। বিনিয়োগ থেকেও আর্থিক লাভ অর্জন করবেন এঁরা। এই সময়ে, বৃষ রাশি তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেক নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন। এঁদের পারিবারিক জীবনেও সুখ ও সম্প্রীতি দেখা যাবে।
advertisement
4/9
শনির ঘর মকরে বন্ধু শুক্র উদিত হতে চলেছেন ৷ এরফলে জাতক-জাতিকার জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
যাঁরা চাকরির সন্ধান করছেন তাঁরা ভালো খবর পেতে পারেন। শনির এই সরাসরি গতি সরকারি ক্ষেত্র থেকেও এঁদের জন্য সুবিধা নিয়ে আসতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরাও ভালো খবর পেতে পারেন।
advertisement
5/9
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কুম্ভ রাশিশনির মার্গী গতি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে হবে। শনি কুম্ভ রাশির অধিপতিও। তাই শনির এই সরাসরি গতি এঁদের আর্থিক অবস্থার দারুণ উন্নতি ঘটাতে পারে। এঁরা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। এই রাশির যে ব্যক্তিরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের বড় ধরনের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা।
advertisement
6/9
কর্কট রাশি: ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং আর্থিক লাভের জন&#x200d;্য অনুকূল। অজানা শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। দামি জিনিস কেনার সম্ভাবনা। ব্যবসার জন্য ভ্রমণ লাভজনক হবে। লেখালেখি ও ছাপার কাজ থেকে ভাল আয় হবে। আটকে থাকা কাজে গতি আসবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে।
কর্কট রাশিকর্কট রাশির জাতকদের জীবনে কী হবে?কর্কট রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। সাফল্য পাবেন, মানসিক শান্তি পাবেন। আর্থিক লাভের পথ উন্মুক্ত হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। শারীরিক ক্ষমতা উন্নত হবে। ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হবে। দীর্ঘদিনের সুপ্ত কোনও বাসনা পূরণ হতে পারে।
advertisement
7/9
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
বৃশ্চিক রাশিমঙ্গল ও চন্দ্রের সংযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। হঠাৎ অর্থের আগমন হতে পারে। আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। মঙ্গলের প্রভাব আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কেরিয়ারের অগ্রগতির সুযোগ আসতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্য কলহ কমবে।
advertisement
8/9
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মীন রাশিমীন রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। এই রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ সৌভাগ্য বয়ে আনবে। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। শনি মীন রাশির ঊর্ধ্বগতিতে অবস্থান করবে। সব মিলিয়ে এই রাজযোগে বড় সুখবর পাওয়ার সম্ভাবনা আছে মীন রাশির জাতকদের জীবনে।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement