আর কিছুদিন পরেই বক্রী হবেন শনিদেব! ন্যায়ের দেবতার রাশি পরিবর্তনে ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির! সফলতা ধরা দেবে হাতের মুঠোয়!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কর্মফলের দেবতা শনি। কেউ যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা হলে শনির প্রভাবে তাঁর জীবনে সাফল্য আসবেই। তাই শনি কর্মফলদাতা! দেশ ও জাতির উপর শনির ভয়ংকর প্রভাব। শনি কৃপা যেমন করেন, তেমনই শনির প্রকোপে পড়লে দফারফাও হয়ে যায়।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছে, এখন শনি মীনে। তিনি বক্রী। আগামী ২৮ নভেম্বর থেকে শনি মার্গী হবেন। এর জেরে বেশ কয়েকটি রাশি শনির কৃপায় এগিয়ে যাবেন, ব্যবসায় ও চাকরিতে সাফল্য পাবেন, আর্থিক সুসময়ের মুখোমুখি হবেন। শনি মার্গী হলে তার প্রভাব সকলের উপর পড়বে সেটাই স্বাভাবিক।সবচেয়ে বড় কথা হল, শনির এই মার্গী হওয়ার জেরে বিশেষ দুই রাশির উপর ঝরবে মা লক্ষ্মীরও অশেষ কৃপা।
advertisement
শনি বৃষ রাশির একাদশ ঘর থেকে সরাসরি গতিতে যাত্রা শুরু করবে। শনির এই সরাসরি গতি বৃষ রাশির জাতককে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। এঁদের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। বিনিয়োগ থেকেও আর্থিক লাভ অর্জন করবেন এঁরা। এই সময়ে, বৃষ রাশি তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেক নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন। এঁদের পারিবারিক জীবনেও সুখ ও সম্প্রীতি দেখা যাবে।
advertisement
advertisement
advertisement
কর্কট রাশিকর্কট রাশির জাতকদের জীবনে কী হবে?কর্কট রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। সাফল্য পাবেন, মানসিক শান্তি পাবেন। আর্থিক লাভের পথ উন্মুক্ত হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। শারীরিক ক্ষমতা উন্নত হবে। ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হবে। দীর্ঘদিনের সুপ্ত কোনও বাসনা পূরণ হতে পারে।
advertisement
বৃশ্চিক রাশিমঙ্গল ও চন্দ্রের সংযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। হঠাৎ অর্থের আগমন হতে পারে। আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। মঙ্গলের প্রভাব আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কেরিয়ারের অগ্রগতির সুযোগ আসতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্য কলহ কমবে।
advertisement
advertisement


