২০২৬ জুড়ে ৩ রাশির জীবনে চলবে শনির সাড়ে সাতির কুপ্রভাব! কেমন কাটবে নতুন বছর?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিকে কর্মফলের দেবতা বলা হয়, অন্যদিকে এই গ্রহের গতি ধীর। তাই এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় প্রায় আড়াই বছর। ফলে যে রাশিতে এই গ্রহ অবস্থান করে সেই রাশি এবং তাঁর আগে পরের দুই রাশিতে তাঁর প্রভাব পড়ে।
শনিকে কর্মফলের দেবতা বলা হয়, অন্যদিকে এই গ্রহের গতি ধীর। তাই এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় প্রায় আড়াই বছর। ফলে যে রাশিতে এই গ্রহ অবস্থান করে সেই রাশি এবং তাঁর আগে পরের দুই রাশিতে তাঁর প্রভাব পড়ে। শনির প্রভাব একবার শুরু হলে তা কাটতে সময় লাগে ৭ বছর। এই সাড়ে ৭ বছর সময় কালে জীবনের অন্যতম কঠিন সময় হিসাবে গণ্য হয়। এছাড়াও এই সময় রয়েছে ধাইয়া।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করেছে। আবার ২০২৭ সালে নিজের স্থান পরিবর্তন করবে শনি। ২০২৭ সালে মেষ রাশিতে প্রবেশ করবে শনি। এদিকে মীন রাশিতে শনির গোচরের পর থেকেই, ৩ রাশির জাতকদের জীবনে চলছে সাড়ে সাতি। ২০২৬ সাল জুড়ে এই ৩ রাশির জীবনে পড়বে সাড়ে সাতির প্রভাব।
advertisement
শনি মীন রাশিতে অবস্থান করায় বর্তমানে মেষ, কুম্ভ এবং মীন রাশিতে শনির সাড়ে সাতির প্রভাব চলছে। ২০২৬ সালেও তা অব্যাহত থাকবে। তবে প্রভাব ভিন্ন হবে। ২০২৬ সালে, এই রাশিচক্রের উপর শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা কমতে। ২০২৫ সালে শনি মঙ্গল, সূর্য এবং অন্যান্য গ্রহের সঙ্গে বিপজ্জনক সংযোগ স্থাপন করেছিল, যা অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে ২০২৬ সাল সেই তুলনায় ভালো হবে বলেই মনে করা হচ্ছে। জেনে নিন কেমন কাটবে এই তিনটি রাশির জন্য ২০২৬ সাল?
advertisement
মেষ রাশি-মেষ রাশির জন্য সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে। অর্থাৎ সবে শুরু হয়েছে। এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা ২০২৫ সালে এর পরিণতি ভোগ করেছেন। ২০২৬-সাল এর তুলনায় একটু ভাল কাটবে। তবে, এই বছর পরিশ্রমের দিক থেকে ফল পেতে বিলম্ব হতে পারে। এই সময় সঞ্চয়ের বিষয়ে বিবেচনা না করলে বিপদে পড়বেন। সঞ্চয়ের অর্থে বিপদে কাজে লাগবে। এই সময় জমি, বাড়ি এবং গাড়ি সম্পর্কিত বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রেম জীবন বিশেষ অনুকুলে থাকবে না।
advertisement
advertisement
মীন রাশিমীন রাশির জাতকরা বর্তমানে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করছেন। যাকে সবচেয়ে বেদনাদায়ক বলে মনে করা হয়। ২০২৬ সালে এই জাতকরা নানা বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি। শরীরে অতিরিক্ত চাপ দেবেন না। অবহেলা করলে বড় ক্ষতির মুখে পড়বেন। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ আর্থিক ক্ষেত্রে ভালো যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে।
advertisement


