Shani-Rahu-Ketu Effect: আয়নার সামনে রাখা এই ছোট্ট জিনিসেই বশ হবে কুপ্রভাব, সংসারে শুধুই খুশির জোয়ার

Last Updated:
Shani-Rahu-Ketu Effect: শনি-রাহু-কেতুর দৃষ্টিকোপ থেকে বাঁচতে নারী শৃঙ্গারের এই উপাদান হয়ে উঠতে পারে বড় ঢাল৷
1/8
নারী শৃঙ্গারের অন্যতম এক উপাদান কাজল৷ কাজল কালো  নারীর তাকানোর কাছে হৃদয় হারাননি এমন পুরুষ খুঁজে পাওয়া ভার৷ কিন্তু জানেন কি আয়নার সামনে থাকা এই ছোট্ট জিনিস আটকে দিতে পারে সংসারের দিকে উঠে আসা বিপদের একের পর এক আশঙ্কা৷ শনি-রাহু-কেতুর দৃষ্টিকোপ থেকে বাঁচতে নারী শৃঙ্গারের এই উপাদান হয়ে উঠতে পারে বড় ঢাল৷
নারী শৃঙ্গারের অন্যতম এক উপাদান কাজল৷ কাজল কালো  নারীর তাকানোর কাছে হৃদয় হারাননি এমন পুরুষ খুঁজে পাওয়া ভার৷ কিন্তু জানেন কি আয়নার সামনে থাকা এই ছোট্ট জিনিস আটকে দিতে পারে সংসারের দিকে উঠে আসা বিপদের একের পর এক আশঙ্কা৷ শনি-রাহু-কেতুর দৃষ্টিকোপ থেকে বাঁচতে নারী শৃঙ্গারের এই উপাদান হয়ে উঠতে পারে বড় ঢাল৷
advertisement
2/8
ঘরোয়া কিছু নিয়ম যুগ যুগ ধরেই বাড়ির মা -ঠাকুমারা পালন করেই আসেন৷ যেমন  সৌন্দর্য্য বাড়াতে কাজল ব্যবহার করার পাশাপাশি এক মা তাঁর সন্তানের শরীরের কোনও অংশে কাজল লাগান যাতে  তাঁর ওপর কারো কু নজর না পড়ে। কাজলের কিছু ব্যবহার শাস্ত্রমতে করলে আপনি আপনার ভাগ্য উজ্জ্বল করে নিতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু কাজলের প্রতিকার খুবই কার্যকরী।
ঘরোয়া কিছু নিয়ম যুগ যুগ ধরেই বাড়ির মা -ঠাকুমারা পালন করেই আসেন৷ যেমন  সৌন্দর্য্য বাড়াতে কাজল ব্যবহার করার পাশাপাশি এক মা তাঁর সন্তানের শরীরের কোনও অংশে কাজল লাগান যাতে  তাঁর ওপর কারো কু নজর না পড়ে। কাজলের কিছু ব্যবহার শাস্ত্রমতে করলে আপনি আপনার ভাগ্য উজ্জ্বল করে নিতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু কাজলের প্রতিকার খুবই কার্যকরী।
advertisement
3/8
জন্ম কুণ্ডলীতে শনির মহাদশাযে ব্যক্তির কুণ্ডলীতে শনির মহাদশা চলছে, একটি বাক্সে সামান্য  কাজল নিয়ে শনি দোষে আক্রান্ত ব্যক্তির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ৯ বার ওপর থেকে নিচে ঘোরান। এরপর ব্যক্তিকে বাক্সটি নির্জনে গিয়ে মাটির তলায় পুঁতে ফেলতে হবে। এই প্রতিকার শনিবার করতে হবে। এতে শনির অশুভ প্রভাব কমবে।
জন্ম কুণ্ডলীতে শনির মহাদশাযে ব্যক্তির কুণ্ডলীতে শনির মহাদশা চলছে, একটি বাক্সে সামান্য  কাজল নিয়ে শনি দোষে আক্রান্ত ব্যক্তির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ৯ বার ওপর থেকে নিচে ঘোরান। এরপর ব্যক্তিকে বাক্সটি নির্জনে গিয়ে মাটির তলায় পুঁতে ফেলতে হবে। এই প্রতিকার শনিবার করতে হবে। এতে শনির অশুভ প্রভাব কমবে।
advertisement
4/8
শত্রু দূর করুনআপনার শত্রু যদি প্রতিটি কাজে বাধা হয়ে দাঁড়ায়, তবে আপনি এই অবস্থার সমাধানে কাজলের প্রতিকার ব্যবহার করতে পারেন৷  পাঁচটি ছোট রুপোর সাপ তৈরি করুন এবং ২১ দিন তাদের উপর কাজল লাগান, এবার আপনি যেখানে ঘুমতে যান সেখানে যান, সেখানে গিয়ে ওই কাজল লাগানো সাপগুলিকে বিছানার নীচে রাখুন। এই সমাধানের মাধ্যমে শত্রু দূরে সরে যাবে এবং আপনাকে আর কখনও বিরক্ত করবে না।
শত্রু দূর করুনআপনার শত্রু যদি প্রতিটি কাজে বাধা হয়ে দাঁড়ায়, তবে আপনি এই অবস্থার সমাধানে কাজলের প্রতিকার ব্যবহার করতে পারেন৷  পাঁচটি ছোট রুপোর সাপ তৈরি করুন এবং ২১ দিন তাদের উপর কাজল লাগান, এবার আপনি যেখানে ঘুমতে যান সেখানে যান, সেখানে গিয়ে ওই কাজল লাগানো সাপগুলিকে বিছানার নীচে রাখুন। এই সমাধানের মাধ্যমে শত্রু দূরে সরে যাবে এবং আপনাকে আর কখনও বিরক্ত করবে না।
advertisement
5/8
বাড়ির শান্তিযদি ঘরের সুখ-শান্তি ছিনিয়ে নেওয়া হয়, বিনা কারণে পরিবারে প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগেই থাকে, তাহলে শাস্ত্র মতে শনিবার সকালে একটি কালো কাপড়ে একটি নারকেল মুড়ে তাতে ২১টি কাজলের ফোঁটা দিন। এবার এটি ঘরের বাইরে ঝুলিয়ে দিন। যেখানে সবার দৃষ্টি পড়ে সেরকম জায়গায় এটি ঝুলিয়ে রাখুন৷ এতে নেতিবাচক শক্তি নষ্ট হবে এবং অশুভ শক্তি ঘরে প্রবেশ করবে না।
বাড়ির শান্তিযদি ঘরের সুখ-শান্তি ছিনিয়ে নেওয়া হয়, বিনা কারণে পরিবারে প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগেই থাকে, তাহলে শাস্ত্র মতে শনিবার সকালে একটি কালো কাপড়ে একটি নারকেল মুড়ে তাতে ২১টি কাজলের ফোঁটা দিন। এবার এটি ঘরের বাইরে ঝুলিয়ে দিন। যেখানে সবার দৃষ্টি পড়ে সেরকম জায়গায় এটি ঝুলিয়ে রাখুন৷ এতে নেতিবাচক শক্তি নষ্ট হবে এবং অশুভ শক্তি ঘরে প্রবেশ করবে না।
advertisement
6/8
সাড়ে সাতি  ও ঢাইয়ার অশুভ প্রভাবসাড়ে সাতি ও ঢাইয়ার অশুভ প্রভাব কমাতে চাইলে শনিবার শনি মন্দিরে গিয়ে কাজল দান করুন, সবকিছুতেই শুভ ফল পেতে শুরু করবেন।
সাড়ে সাতি  ও ঢাইয়ার অশুভ প্রভাবসাড়ে সাতি ও ঢাইয়ার অশুভ প্রভাব কমাতে চাইলে শনিবার শনি মন্দিরে গিয়ে কাজল দান করুন, সবকিছুতেই শুভ ফল পেতে শুরু করবেন।
advertisement
7/8
যদি ব্যবসায় বা চাকরিতে উন্নতি লাভে বাধা থাকে, পরিশ্রমের পরেও যদি শুভ ফল না পাওয়া যায়, তবে এই ধরণের পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের কাজলের গুটি তৈরি করে তা মাটিতে পুঁতে দেওয়া উচিত ৷  এই প্রতিকারে শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হয়।
যদি ব্যবসায় বা চাকরিতে উন্নতি লাভে বাধা থাকে, পরিশ্রমের পরেও যদি শুভ ফল না পাওয়া যায়, তবে এই ধরণের পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের কাজলের গুটি তৈরি করে তা মাটিতে পুঁতে দেওয়া উচিত ৷  এই প্রতিকারে শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হয়।
advertisement
8/8
কাজল দান করুনকাজল কুদৃষ্টি থেকে রক্ষা করে৷ রাহু যাঁদের কুণ্ডলীতে নড়বড়ে তাঁদের সব কাজে বাধা আসে৷ তাই সঙ্গে কাজল রাখুন ৷ (Discalimer- এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ ফলাফল পেতে বিশেষজ্ঞের মত নিন৷)
কাজল দান করুনকাজল কুদৃষ্টি থেকে রক্ষা করে৷ রাহু যাঁদের কুণ্ডলীতে নড়বড়ে তাঁদের সব কাজে বাধা আসে৷ তাই সঙ্গে কাজল রাখুন ৷ (Discalimer- এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ ফলাফল পেতে বিশেষজ্ঞের মত নিন৷)
advertisement
advertisement
advertisement