Shani Dev: গাড়িতে এই জিনিসপত্র রাখেন! নতুন বছরে ঘটতে পারে মারাত্মক ঘটনা! এখনই শুধরে না নিলে শনির কোপে জীবন বরবাদ
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Dev: গাড়ির ডিকিতে এই ধরনের জিনিসপত্র রাখলে জীবন অত্যন্ত পরিমাণে খারাপ হবে ৷ সমস্যায় জেরবার হয়ে যাবেন ৷
জ্যোতিষ শাস্ত্রমতে আসেপাশের বিভিন্ন জিনিসপত্রের উপরেও গ্রহের প্রভাব পড়ে ৷ একই সঙ্গে সেই জিনিসপত্রের অত্যন্ত ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
বেশ কিছু গ্রহের সম্পর্ক বেশ কিছু জিনিসের সঙ্গে অর্থাৎ লোহা, কালো রং বা তেলের সঙ্গে ৷ এই কারণেই জ্যোতিষ শাস্ত্রমতে গাড়ির সঙ্গে সম্পর্কিত শনি বলে তা মানা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
কেননা গাড়ি লোহা দিয়ে তৈরি হয়, পেট্রোল বা ডিজেলের প্রয়োগ হয়ে থাকে ৷ এবার জেনে নেওয়া যাক কার বা বাইক সংক্রান্ত কোন কোন বিষয়গুলি যা জীবনে বড়সড় সঙ্কট বা সমস্যা সৃষ্টি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
কার বা বাইক কেনার সময় টাকা, মাইলেজ, ফিচারের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলিও খতিয়ে দেখা হয় ৷ যে তাতে জিনিসপত্র রাখার ঠিক কতখানি জায়গা আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যাতে বেশি পরিমাণে জিনিসপত্র গাড়িতে রাখা যায় ৷ কিন্তু গাড়ির ডিকিতে রাখা ফালতু জিনিসপত্র রাখলে রেগে যান শনিদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
জ্যোতিষ শাস্ত্রমতে গাড়িতে স্টেপনি, টুলকিটের মত জরুরি জিনিসপত্র রাখলে অসুবিধা নেই, কিন্তু টু বা ফোর হুইলারে বেশি জায়গা থাকলে তাতে অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকলে রেগে যান গ্রহরাজ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
মাঝে মধ্যেই গাড়ির ডিকি পরিষ্কার করা উচিৎ ৷ গাড়িতে শনি সংক্রান্ত দোষ হলে বারেবারে খারাপ হয় গাড়ি ৷ একই সঙ্গে দুর্ঘটনারও যোগ থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
শনি সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন যদি এমন কাজ করেন যাতে শনি অত্যন্ত পরিমাণে রেগে যান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
কুষ্ঠিতে শনি অশুভ হলে অনেক রকমের সমস্যা হতে পারে ৷ শনির খারারপ প্রভাব কম করার জন্য গাড়ির ডিকি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
গাড়ির সার্ভিসিং করানো প্রয়োজনীয় ৷ এই কারণেই প্রতি শনিবার শনিদেবকে সরষের তেল অর্পণ করতে হবে ৷ অসহায়দের সেবা, সাহায্য করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
শনি মন্দিরের কাঁচালঙ্কা ও লেবু গাড়িতে লাগিয়ে দিন, এমন করলে শনি সংক্রান্ত সমস্যার সমাধান হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement