দশমী শেষেই শনি-শুক্রের বাম্পার যোগ! প্রবল গতিতে ভাগ্য বদলাবে তিন রাশির! অক্টোবরেই বাজিমাত করবেন কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার, শনি সময়ে সময়ে দ্বিতীয় গ্রহের সঙ্গে যুতি ও দৃষ্টি বানিয়ে শুভ ও অশুভ যোগের নির্মাণ করে। জ্যোতিষ অনুসারে, ১১ অক্টোবর শনি ও শুক্র একে-অপরের ১৮০ ডিগ্রিতে থাকবে
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার, শনি সময়ে সময়ে দ্বিতীয় গ্রহের সঙ্গে যুতি ও দৃষ্টি বানিয়ে শুভ ও অশুভ যোগের নির্মাণ করে। জ্যোতিষ অনুসারে, ১১ অক্টোবর শনি ও শুক্র একে-অপরের ১৮০ ডিগ্রিতে থাকবে, যার ফলে প্রতিযুতি যোগের নির্মাণ হবে। এই গোচর কিছু রাশির জন্য খুবই লাভদায়ক প্রমাণিত হবে আর এঁদের জীবনে খুশি ও প্রগতির নতুন সুযোগ নিয়ে আসবে। আসুন সেই সৌভাগ্যময় রাশি কারা।
advertisement
advertisement
advertisement
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য শুক্র-শনির প্রতিযুতি যোগ বিশেষ রূপে শুভ হতে চলেছে। কারণ এই সময় শনি আপনার রাশিতে বক্রী হবে। আপনার আত্মবল ও ধৈর্য বৃদ্ধি হবে। আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হবে আর কেরিয়ার-ব্যবসায় নতুন উপলব্ধি করতে পারবেন। বিদেশের সঙ্গে যুক্ত কাজ বা সফর থেকে লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন ও সামাজিক মান-সম্মান বাড়বে।
মীন রাশির জাতকদের জন্য শুক্র-শনির প্রতিযুতি যোগ বিশেষ রূপে শুভ হতে চলেছে। কারণ এই সময় শনি আপনার রাশিতে বক্রী হবে। আপনার আত্মবল ও ধৈর্য বৃদ্ধি হবে। আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হবে আর কেরিয়ার-ব্যবসায় নতুন উপলব্ধি করতে পারবেন। বিদেশের সঙ্গে যুক্ত কাজ বা সফর থেকে লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন ও সামাজিক মান-সম্মান বাড়বে।
advertisement