Sagittarius: ধনু রাশির জাতক জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী? কী তাঁদের বৈশিষ্ট্য? জ্যোতিষশাস্ত্র যা বলছে মিলছে তো?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Sagittarius Personality Traits: ধনু রাশির জাতক জাতিকারা জ্ঞানী হন। দুঃসাহসিক কাজে ভয় পান না। মাঝে মধ্যে এঁরা প্রয়োজনের তুলনায় বেশি সৎ হন। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র।
ধনু রাশির জাতক জাতিকারা অনন্য। অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। প্রতীক হল তিরন্দাজ (অর্ধ মানুষ অর্ধ ঘোড়া, হাতে তির ধনুক)। যার অর্থ মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং নমনীয়তার সঙ্গে সম্পর্কিত। ধনু রাশির জাতক জাতিকারা জ্ঞানী হন। দুঃসাহসিক কাজে ভয় পান না। মাঝে মধ্যে এঁরা প্রয়োজনের তুলনায় বেশি সৎ হন। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
ধনু রাশি কীসের জন্য পরিচিত: মিলি সাইরাস, নিকি মিনাজ, ব্রিটনি স্পিয়ার্স, জে-জেডের মতো সেলিব্রিটিরা ধনু রাশির জাতক জাতিকা। ধনু রাশি মানেই চিত্তাকর্ষক চরিত্র, উচ্ছ্বাস এবং গতিশীলতা। মুহূর্তে যে কোনও আসর জমিয়ে দিতে পারেন এঁরা। অন্যকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এঁদের। একই সঙ্গে কৌতুক এবং দর্শনে ডুবে থাকার ক্ষমতা রয়েছে।
advertisement
advertisement
ধনু রাশির জাতক জাতিকাদের কোন কোন রাশিকে এড়িয়ে যাওয়া উচিত: ধনু রাশি যে কোনও রাশির সঙ্গে মিলিত হতে পারেন, যতক্ষণ তাঁদের ব্যক্তিগত ক্ষেত্রে হাত না পড়ছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনু রাশির কাছে বৃষ, কন্যা এবং মকর কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া কর্কট, বৃশ্চিক এবং মীনও। ধনু রাশি যে কোনও রাশির সঙ্গে কাজ করতে পারেন, তবে অবশ্যই বন্ধু এবং প্রেমিক-প্রেমিকার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হবে।
advertisement
ধনু রাশির সেরা সঙ্গী: রোম্যান্টিক দিক থেকে দেখলে ধনু রাশির জাতক জাতিকারা কো-পাইলটের ভূমিকা নেন। রোমাঞ্চ পছন্দ করেন। মেষ এবং সিংহ রাশির জাতক জাতিকারা এঁদের জন্য আদর্শ। এছাড়া মিথুন, তুলা এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা ধনুর সঙ্গে ভালভাবে মিশে যেতে পারেন। এঁরা বুদ্ধিবৃত্তিক, সামাজিক এবং কৌতূহলী, তাই ধনু রাশির দুঃসাহসিক প্রকৃতিকে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে করেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)