Ramnavami Tips 2025: রামনবমীর দিন ৯ টোটকায় হবে মুশকিল আসান, রামের কৃপায় জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধি

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটি উপায় অবলম্বন করলে জীবনে নানা ভাবে উপকার পাওয়া যায়।
1/8
 আজ, রবিবার রামনবমী সনাতন হিন্দুধর্মে অত্যন্ত শুভ একটি তিথি। এই তিথিতে এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। রামনবমীর দিন ভগবান শ্রীরামের জন্মতিথি হিসাবে পরিচিত।
আজ, রবিবার রামনবমী সনাতন হিন্দুধর্মে অত্যন্ত শুভ একটি তিথি। এই তিথিতে এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। রামনবমীর দিন ভগবান শ্রীরামের জন্মতিথি হিসাবে পরিচিত।
advertisement
2/8
Horoscope Today
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটি উপায় অবলম্বন করলে জীবনে নানা ভাবে উপকার পাওয়া যায়।
advertisement
3/8
 রামনবমীর দিন বাড়িতে শ্রীরাম অষ্টক পাঠ করুন<br />এই দিন আপনার ইষ্টদেবতাকে আুঙূর,আপেল,নারকেল এবং বেদানা দিয়ে ভোগ নিবেদন করুন।
রামনবমীর দিন বাড়িতে শ্রীরাম অষ্টক পাঠ করুনএই দিন আপনার ইষ্টদেবতাকে আুঙূর,আপেল,নারকেল এবং বেদানা দিয়ে ভোগ নিবেদন করুন।
advertisement
4/8
 রামনবমীর বিশেষ দিনে জিলিপি, পায়েস, বেসনের লাড্ডু, বেলের মোরব্বা, কাজু দিয়ে তৈরি মিষ্টি এবং সুজির পায়েস দিন।<br />রামনবমীর দিন শ্রীরাম, মা সীতা এবং হনুমানকে তুলসীপাতার মালা অর্পণ করুন।<br />সন্তানলাভের জন্য নারকেল লাল কাপড়ে মুড়ে সীতামাকে অর্পণ করুন।
রামনবমীর বিশেষ দিনে জিলিপি, পায়েস, বেসনের লাড্ডু, বেলের মোরব্বা, কাজু দিয়ে তৈরি মিষ্টি এবং সুজির পায়েস দিন।রামনবমীর দিন শ্রীরাম, মা সীতা এবং হনুমানকে তুলসীপাতার মালা অর্পণ করুন।সন্তানলাভের জন্য নারকেল লাল কাপড়ে মুড়ে সীতামাকে অর্পণ করুন।
advertisement
5/8
কোনওরকম নেশাদ্রব্য এই পবিত্র ও পুণ্যতিথিতে সেবন করবেন না৷
এই দিন রামমন্দিরে ১১টি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বেলে দিন এবং 'জয় রাম' মন্ত্রটি মোট ১০৮ বার জপ করুন। এই সম্পূর্ণ কাজটি আপনাকে সন্ধ্যাবেলা করতে হবে।
advertisement
6/8
 বিয়েতে যদি বারংবার বাধা আসতে থাকে সেক্ষেত্রে বাধা কাটাতে হলে রামমন্দিরে সীতামাকে হলুদ এবং কমলা সিঁদুর অর্পণ করুন।
বিয়েতে যদি বারংবার বাধা আসতে থাকে সেক্ষেত্রে বাধা কাটাতে হলে রামমন্দিরে সীতামাকে হলুদ এবং কমলা সিঁদুর অর্পণ করুন।
advertisement
7/8
 মনের ইচ্ছা পূর্ণ করতে হলে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন।<br />এই দিন সকালে বা সন্ধ্যাবেলা রামমন্দিরে গিয়ে কমলা বস্ত্র, কাঁচা ছোলা এবং গুড় দান করুন।
মনের ইচ্ছা পূর্ণ করতে হলে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন।এই দিন সকালে বা সন্ধ্যাবেলা রামমন্দিরে গিয়ে কমলা বস্ত্র, কাঁচা ছোলা এবং গুড় দান করুন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বিবেচনা সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বিবেচনা সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement