Raksha Bandhan 2023: ভয়ঙ্কর সময়! ভদ্রাকালে ভাইয়ের হাতে একদম রাখিবন্ধন নয়, জেনে নিন রাখি বাঁধার সঠিক সময়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Raksha Bandhan 2023 Date & Time : রাখির দিন হাতে রাখি বাঁধার সময় অর্থাৎ মুহুর্তের কিন্তু একটা বড় অবদান রয়েছে। কোন কাজ সঠিক সময়ে করা হলে তা বিশেষ ফল দেয়। আসুন জেনে নেওয়া যাক এই বছরের রাখি বাঁধার সঠিক সময়। এই সময়ে বোন ভাইয়ের হাতে রাখি বাঁধলে তা মঙ্গলময় হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
শাস্ত্রমতে ভাদ্র তিথিতে রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয়। ভদ্রকালে রাখি বাঁধা উচিত নয়। ৩০ অগাস্ট ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় রাত ৯:০১ থেকে ৩১ অগাস্ট সকাল ৭:০৫ পর্যন্ত হবে। কিন্তু ৩১ অগাস্ট, শ্রাবন পূর্ণিমা সকাল ৭:০৫ পর্যন্ত থাকবে। এই সময়ে পর্যন্ত ভাদ্র কাল নেই। তাই এই সময় পর্যন্ত বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন। এইভাবে, এবছর অর্থাৎ ২০২৩ সালে অগাস্ট মাসের ৩০ ও ৩১ দুদিনই পালিত হবে রাখিবন্ধন উৎসব ।
advertisement