Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় ঘটছে ৪টি বিরল কাকতালীয় ঘটনা, এই সময় রাখি বাঁধলেই সর্বনাশ! ভাই-বোনের সম্পর্কে ফাটল, হবে বিরাট ক্ষতি!

Last Updated:
Rakhi Purnima 2024: এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে।
1/7
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
advertisement
2/7
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে  একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
advertisement
3/7
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
advertisement
4/7
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
advertisement
5/7
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
advertisement
6/7
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
advertisement
7/7
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
advertisement
advertisement
advertisement