Yearly Horoscope 2025: ২০২৫ সালে শনির রাশি কুম্ভে প্রবেশ করবে রাহু, বদলে যাবে এই ৩ রাশির ভাগ্য, জলের মতো হাতে টাকা আসবে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Rahu Kumbh Rashi 2025 Rashifal: রাহু আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে শনি-এর রাশিতে প্রবেশ করবে। বর্তমানে রাহু মীন রাশিতে অবস্থান করছে।
advertisement
advertisement
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে রাশি পরিবর্তন করে রাহু মীন রাশিতে প্রবেশ করেছিল। ২০২৪ সালেও সেখানেই রয়েছে। কোনও পরিবর্তন হয়নি। এবার ২০২৫ সালের মে মাসে শনির রাশি কুম্ভে প্রবেশ করবে রাহু। এই রাশি পরিবর্তন অনেক জাতক জাতিকাদের জীবনেই সমস্যা নিয়ে আসবে। আবার শুভ ফলও পাবেন অনেকে। রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ কোন কোন রাশির জন্য লাভজনক দেখে নেওয়া যাক।
advertisement
মেষ রাশি: জ্যোতিষীরা বলছেন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর শুভ ফল বয়ে আনতে চলেছে। যদিও ছোটখাটো কিছু মানসিক চাপ থাকতে পারে, তবে সামগ্রিক দিক থেকে সময়টা ভালই যাবে। আর্থিক দিক থেকেও অনুকূল। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে। কর্মজীবনের দিক থেকে দেখলে, চাকরিজীবীদের জন্য সময়টা শুভ। চাকরিতে কাঙ্ক্ষিত জায়গায় বদলি কিংবা চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মোটের উপর মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা ভাল কাটবে। যাঁদের কাজ নিয়ে সমস্যা চলছিল,তাও ঠিক হয়ে যাবে।
advertisement
advertisement
ধনু রাশি: রাহুলর কুম্ভ রাশিতে প্রবেশ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। আর্থিক দিক থেকে অনুকূল সময় আসতে চলেছে। বর্তমানে যে টানাটানি চলছে, তা কেটে যাবে। এছাড়া আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ থেকে বড়সড় আর্থিক লাভ হতে পারে। ধনু রাশির জাতক জাতিকাকে গরিবদের খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, তাঁদের যথাসম্ভব সাহায্য করতে হবে। এতে উপকার মিলবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )