Radhashtami Astro Tips: রাধাষ্টমীতে দান করুন এই ‘সাদা’ দানা! প্রেম-বিয়ের পথে কাঁটা উপড়ে কাটবে বাধা! মনের মতো জীবনসঙ্গীর হাত ধরে ফুটবে বিয়ের ফুল!

Last Updated:
Radhashtami Astro Tips: এই পুণ্যতিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে। দূর হবে নেগেটিভ শক্তি
1/5
রাত পোহালেই রবিবার রাধাষ্টমী বা রাধা জয়ন্তী। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীরাধার আবির্ভাব তিথি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে আবির্ভূত হন রাধিকা। এই পুণ্যতিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে। দূর হবে নেগেটিভ শক্তি। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গভ।
রাত পোহালেই রবিবার রাধাষ্টমী বা রাধা জয়ন্তী। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীরাধার আবির্ভাব তিথি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে আবির্ভূত হন রাধিকা। এই পুণ্যতিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে। দূর হবে নেগেটিভ শক্তি। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গভ।
advertisement
2/5
রাধা অষ্টমীর দিন গোপনে সাদা তিল দান করা শুভ। এর সঙ্গে লোহার তৈরি জিনিস দান করা যেতে পারে। এতে ব্যক্তির দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হতে পারে। এছাড়াও ব্যক্তি পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন।
রাধা অষ্টমীর দিন গোপনে সাদা তিল দান করা শুভ। এর সঙ্গে লোহার তৈরি জিনিস দান করা যেতে পারে। এতে ব্যক্তির দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হতে পারে। এছাড়াও ব্যক্তি পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন।
advertisement
3/5
শীঘ্র বিবাহে সাফল্য পেতে চাইলে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করা শ্রেয়। এদিন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানিকে গোলাপি বস্ত্র অর্পণ করা শুভ।
শীঘ্র বিবাহে সাফল্য পেতে চাইলে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করা শ্রেয়। এদিন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানিকে গোলাপি বস্ত্র অর্পণ করা শুভ।
advertisement
4/5
রাধাষ্টমীর দিন গঙ্গাজল ও পঞ্চামৃতর সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ, দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে। এতে রাধারানি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই দিন দেব-দেবীকে নৈবেদ্য নিবেদন করা উচিত। আর এই নৈবেদ্যের মধ্যে তুলসিপাতা, পঞ্চামৃত, পঞ্জিরি, হাওয়া, মালপোয়া, পুরী এবং ছোলা রাখা উচিত।
রাধাষ্টমীর দিন গঙ্গাজল ও পঞ্চামৃতর সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ, দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে। এতে রাধারানি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই দিন দেব-দেবীকে নৈবেদ্য নিবেদন করা উচিত। আর এই নৈবেদ্যের মধ্যে তুলসিপাতা, পঞ্চামৃত, পঞ্জিরি, হাওয়া, মালপোয়া, পুরী এবং ছোলা রাখা উচিত।
advertisement
5/5
এই দিনে রাধারানির স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং বৈদিক মন্ত্র জপ করতে হবে। সারা দিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনও ধরনের বিবাদ এড়িয়ে চলা উচিত।
এই দিনে রাধারানির স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং বৈদিক মন্ত্র জপ করতে হবে। সারা দিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনও ধরনের বিবাদ এড়িয়ে চলা উচিত।
advertisement
advertisement
advertisement