Poush Maas Vastu Eating Tips: শুরু হল পৌষ মাস! ভুলেও দাঁতে কাটবেন না ঝিঙে আর ২ শাক! রোগব্যাধি-ভাগ্য বিড়ম্বনায় ছারখার হবে সংসার! চুরমার পরিবার! লন্ডভন্ড জীবন!

Last Updated:
Poush Maas Vastu Eating Tips: আয়ুষ নির্দেশিকার সঙ্গে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ সেই ধারা অনুসারে পৌষমাসে কিছু খাবার গ্রহণ করা নিয়মবিরুদ্ধ৷
1/6
শুরু হয়েছে পৌষ মাস৷ পুষ্যা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ করা হয়েছে৷ কৃষিক্ষেত্রের জন্য এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ৷ পৌষ মাসের জন্যও রয়েছে বিশেষ কিছু নিয়ম নীতি এবং জ্যোতিষ টোটকা৷ জ্যোতিষশাস্ত্রেও পৌষ মাস খুব গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যময়৷
শুরু হয়েছে পৌষ মাস৷ পুষ্যা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ করা হয়েছে৷ কৃষিক্ষেত্রের জন্য এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ৷ পৌষ মাসের জন্যও রয়েছে বিশেষ কিছু নিয়ম নীতি এবং জ্যোতিষ টোটকা৷ জ্যোতিষশাস্ত্রেও পৌষ মাস খুব গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যময়৷
advertisement
2/6
পৌষমাসে কী খাবেন, কী খাবেন না, কী করবেন, কী করবেন না-সে বিষয়ে নির্দিষ্ট কিছু নির্দেশ আছে৷ আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্র অনুযায়ী এই নির্দেশিকা তৈরি করা হয়৷ মনে করা হয় এই আহারবিধি ও আচরণ নির্দেশিকা পালন করলে শরীর সুস্থ থাকে৷ রোগ ব্যাধি না হলে চিকিৎসক-ওষুধ খাতেও খরচ হয় না৷ ফলে সংসারে অর্থকষ্ট আসে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
পৌষমাসে কী খাবেন, কী খাবেন না, কী করবেন, কী করবেন না-সে বিষয়ে নির্দিষ্ট কিছু নির্দেশ আছে৷ আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্র অনুযায়ী এই নির্দেশিকা তৈরি করা হয়৷ মনে করা হয় এই আহারবিধি ও আচরণ নির্দেশিকা পালন করলে শরীর সুস্থ থাকে৷ রোগ ব্যাধি না হলে চিকিৎসক-ওষুধ খাতেও খরচ হয় না৷ ফলে সংসারে অর্থকষ্ট আসে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/6
আয়ুষ নির্দেশিকার সঙ্গে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ সেই ধারা অনুসারে পৌষমাসে কিছু খাবার গ্রহণ করা নিয়মবিরুদ্ধ৷ এই মাসে গ্রহণ করবেন না কচুশাক৷ কবিরাজি মতে শীতে কচুশাক খেলে গলা চুলকানির সমস্যা বাড়তে তো পারেই৷ এছাড়া দেখা দিতে পারে ত্বকের সংক্রমণও৷
আয়ুষ নির্দেশিকার সঙ্গে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ সেই ধারা অনুসারে পৌষমাসে কিছু খাবার গ্রহণ করা নিয়মবিরুদ্ধ৷ এই মাসে গ্রহণ করবেন না কচুশাক৷ কবিরাজি মতে শীতে কচুশাক খেলে গলা চুলকানির সমস্যা বাড়তে তো পারেই৷ এছাড়া দেখা দিতে পারে ত্বকের সংক্রমণও৷
advertisement
4/6
মেথি শাকও কোনও মতেই খাওয়া যাবে না এই মাসে৷ মনে করা হয়, মেথি শাকের মতো তামসিক ও তিক্ত খাবার খেলে শারীরিক অসুস্থতা বাড়ে৷ দেখা দিতে পারে সাংসারিক তিক্ততাও৷ জীবনে সব দিক থেকে জটিলতা বাড়বে৷
মেথি শাকও কোনও মতেই খাওয়া যাবে না এই মাসে৷ মনে করা হয়, মেথি শাকের মতো তামসিক ও তিক্ত খাবার খেলে শারীরিক অসুস্থতা বাড়ে৷ দেখা দিতে পারে সাংসারিক তিক্ততাও৷ জীবনে সব দিক থেকে জটিলতা বাড়বে৷
advertisement
5/6
পৌষ মাসে ঝিঙে খাওয়া বর্জনীয়৷ ঝিঙে এমন এক সবজি, যাতে জলের পরিমাণ বেশি৷ বেশি জলীয় অংশের জন্য শরীরকে সুশীতল করে এই সবজি৷ শীতকালে এরকম সবজি খেলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায়৷ এই সময় ঝিঙে বিশেষ মেলে না বাজারে৷ পাওয়া গেলেও কিনবেন না৷
পৌষ মাসে ঝিঙে খাওয়া বর্জনীয়৷ ঝিঙে এমন এক সবজি, যাতে জলের পরিমাণ বেশি৷ বেশি জলীয় অংশের জন্য শরীরকে সুশীতল করে এই সবজি৷ শীতকালে এরকম সবজি খেলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায়৷ এই সময় ঝিঙে বিশেষ মেলে না বাজারে৷ পাওয়া গেলেও কিনবেন না৷
advertisement
6/6
মনে করা হয় পৌষমাসে এই দুই শাক ও এক সবজি খেলে বাড়বে শারীরিক অসুস্থতা৷ ফলে রোগ ব্যাধির কারণে সংসারে অশুভ প্রভাব বাড়তে পারে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মনে করা হয় পৌষমাসে এই দুই শাক ও এক সবজি খেলে বাড়বে শারীরিক অসুস্থতা৷ ফলে রোগ ব্যাধির কারণে সংসারে অশুভ প্রভাব বাড়তে পারে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement