Money Lines in Hand: আপনার হাতে এই ২ চিহ্ন থাকলেই কেল্লাফতে! কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না, হস্তরেখাতেই লুকিয়ে আছে ধন লাভের রহস্য, জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Money Lines in Hand: পামিস্ট্রির মতে কিছু বিশেষ রেখা এবং চিহ্ন হাতের তালুতে এমন থাকে, যা ভাগ্যবান লোকদের পরিচয় দেয়। এখানে এমনই দুটি বিশেষ চিহ্নের আলোচনা করা হয়েছে। এই দুটি সংকেত বলে যে ব্যক্তি ভবিষ্যতে ধনী এবং সফল হতে পারে। বিস্তারিত জানুন...
advertisement
advertisement
advertisement
advertisement
মিস্টিক ক্রস – ভাগ্য ও অলৌকিকতার প্রতীক যদি আপনার তালুর হৃদয় রেখা (Heart Line) ও মস্তিষ্ক রেখার (Head Line) মাঝে একটি ক্রস চিহ্ন ( + ) দেখা যায়, তবে সেটিকে মিস্টিক ক্রস বলা হয়। এই চিহ্নকে অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। মিস্টিক ক্রসের উপস্থিতি জানায় যে ব্যক্তি খুবই ভাগ্যবান, আত্মিক ও অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী।
advertisement
advertisement
মার্কারি ফিঙ্গার – কেরিয়ার ও ধনের সংকেত হস্তরেখা শাস্ত্রে হাতের সবচেয়ে ছোট আঙুল, অর্থাৎ কনিষ্ঠা আঙুলকে ‘মার্কারি ফিঙ্গার’ বলা হয়। এটি বুদ্ধি, যুক্তি, ব্যবসা ও যোগাযোগের প্রতীক। যদি এই আঙুল তালুর উপরের অংশ পর্যন্ত লম্বা হয়, সেই সঙ্গে এর উপরিভাগে অনেক সূক্ষ্ম খাড়া রেখা থাকে এবং হাতে স্পষ্ট সূর্য রেখা থাকে, তবে বুঝতে হবে সেই ব্যক্তি অসাধারণ কেরিয়ার গড়ে তুলবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement