Mahashivratri 2024: কাল মহাশিবরাত্রি, শিব পূজা কীভাবে করা উচিত? উপবাসের সময় কোন কাজ করা উচিত নয়? মহাদেবের আশীর্বাদ লাভ করতে সমস্ত নিয়ম জানুন বিশদে

Last Updated:
হাতে বেশি সময় নেই। তাই জেনে নিন শিবরাত্রির শিবপূজার সমস্ত সঠিক নিয়ম।
1/11
৮ মার্চ শিবরাত্রি। ভক্তরা এইদিন মহাদেবের পুজো করবেন। পবিত্র এই দিনে শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বলেই বিশ্বাস। কিন্তু সঠিক নিয়ম মেনে করতে হবে পুজো। হাতে বেশি সময় নেই। তাই জেনে নিন শিবরাত্রির সমস্ত সঠিক নিয়ম।
৮ মার্চ শিবরাত্রি। ভক্তরা এইদিন মহাদেবের পুজো করবেন। পবিত্র এই দিনে শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বলেই বিশ্বাস। কিন্তু সঠিক নিয়ম মেনে করতে হবে পুজো। হাতে বেশি সময় নেই। তাই জেনে নিন শিবরাত্রির সমস্ত সঠিক নিয়ম।
advertisement
2/11
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বিশদে জানালেন মহাশিবরাত্রির দিন শিবপুজো করার সমস্ত সঠিক নিয়ম। এইদিন কী করবেন, আর কী করবেন না, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানালেন তিনি।
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বিশদে জানালেন মহাশিবরাত্রির দিন শিবপুজো করার সমস্ত সঠিক নিয়ম। এইদিন কী করবেন, আর কী করবেন না, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানালেন তিনি।
advertisement
3/11
মহাশিবরাত্রির দিন শিব পুজো করতে গিয়ে দেবতাকে পদ্ম ও কেতকী ফুল নিবেদন করা উচিত নয়।
মহাশিবরাত্রির দিন শিব পুজো করতে গিয়ে দেবতাকে পদ্ম ও কেতকী ফুল নিবেদন করা উচিত নয়।
advertisement
4/11
এমনকি এই দিনে শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা নিষিদ্ধ।
এমনকি এই দিনে শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা নিষিদ্ধ।
advertisement
5/11
মহাশিবরাত্রির পূজার সময় শিবকে তুলসি  দেওয়া উচিত নয়। এই নিয়ম অবশ‍্যই মনে রাখতে হবে।
মহাশিবরাত্রির পূজার সময় শিবকে তুলসি দেওয়া উচিত নয়। এই নিয়ম অবশ‍্যই মনে রাখতে হবে।
advertisement
6/11
পুজোপার্বনে শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে শিব পূজার সময় শিবলিঙ্গে শঙ্খ রাখা উচিত নয়।
পুজোপার্বনে শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে শিব পূজার সময় শিবলিঙ্গে শঙ্খ রাখা উচিত নয়।
advertisement
7/11
মহাশিবরাত্রির উপবাসে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খান। তামসিক খাদ্য এবং মাংস ও মদ খাওয়া উচিত নয়।
মহাশিবরাত্রির উপবাসে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খান। তামসিক খাদ্য এবং মাংস ও মদ খাওয়া উচিত নয়।
advertisement
8/11
কী করা উচিত?মহাশিবরাত্রির দিন সকালে স্নান সেরে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন।
কী করা উচিত?মহাশিবরাত্রির দিন সকালে স্নান সেরে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন।
advertisement
9/11
এই দিন ভোলেনাথকে বেলপত্র, ধুতুরা ও ভাং নিবেদন করতে হবে।
এই দিন ভোলেনাথকে বেলপত্র, ধুতুরা ও ভাং নিবেদন করতে হবে।
advertisement
10/11
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ ও দই নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন।

মহাশিবরাত্রির উপবাস থাকাকালীন মনে নেতিবাচক চিন্তা আনবেন না।
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ ও দই নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন। মহাশিবরাত্রির উপবাস থাকাকালীন মনে নেতিবাচক চিন্তা আনবেন না।
advertisement
11/11
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement