Vastu: টিকটিকি দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন তো? ভয়ঙ্কর রুষ্ট হচ্ছেন দেবী লক্ষ্মী, পথের ভিখারি হবেন, জানুন জ্যোতিষীর মত

Last Updated:
Lizard Vastu: টিকটিকি এমন এক সরীসৃপ, যা প্রায়শই ঘরে দেখা যায়। বাড়িতে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়, পোকামাকড় খায়। টিকটিকি নেই, এমন বাড়ি বিরল। প্রতিটি বাড়ি, দোকানে টিকটিকির দাপটে মানুষ অতিষ্ট। অনেকেই টিকটিকির সংখ্যা বেড়ে গেলে তাদের তাড়াতে রাসায়নিক ব্যবহার করে।
1/6
*টিকটিকি এমন এক সরীসৃপ, যা প্রায়শই ঘরে দেখা যায়। বাড়িতে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়, পোকামাকড় খায়। টিকটিকি নেই, এমন বাড়ি বিরল। প্রতিটি বাড়ি, দোকানে টিকটিকির দাপটে মানুষ অতিষ্ট। অনেকেই টিকটিকির সংখ্যা বেড়ে গেলে তাদের তাড়াতে রাসায়নিক ব্যবহার করে।
*টিকটিকি এমন এক সরীসৃপ, যা প্রায়শই ঘরে দেখা যায়। বাড়িতে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়, পোকামাকড় খায়। টিকটিকি নেই, এমন বাড়ি বিরল। প্রতিটি বাড়ি, দোকানে টিকটিকির দাপটে মানুষ অতিষ্ট। অনেকেই টিকটিকির সংখ্যা বেড়ে গেলে তাদের তাড়াতে রাসায়নিক ব্যবহার করে।
advertisement
2/6
*তবে বাড়িতে টিকটিকির উপস্থিতি শুভ বলে মনে করা হয়। টিকটিকি মানুষের ঘরে অনেক পরিবর্তন নিয়ে আসে। অনেকে বিশ্বাস করেন টিকটিকি দেবী লক্ষ্মীর আরেক রূপ।
*তবে বাড়িতে টিকটিকির উপস্থিতি শুভ বলে মনে করা হয়। টিকটিকি মানুষের ঘরে অনেক পরিবর্তন নিয়ে আসে। অনেকে বিশ্বাস করেন টিকটিকি দেবী লক্ষ্মীর আরেক রূপ।
advertisement
3/6
*জ্যোতিষী হেমন্ত বড়ুয়া বলেন, 'টিকটিকি কখনই মেরে ফেলা উচিত নয়। মা লক্ষ্মী তাতে রুষ্ট হন। টিকটিকি লক্ষ্মীর প্রতীক। কারও ঘরে টিকটিকি থাকলে মেরে ফেলা উচিৎ নয়, পারলে না তাড়ালেই ভাল। মাটিতে টিকটিকি পড়ে থাকতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে টিকটিকি সরিয়ে ফেলতে হবে।
*জ্যোতিষী হেমন্ত বড়ুয়া বলেন, 'টিকটিকি কখনই মেরে ফেলা উচিত নয়। মা লক্ষ্মী তাতে রুষ্ট হন। টিকটিকি লক্ষ্মীর প্রতীক। কারও ঘরে টিকটিকি থাকলে মেরে ফেলা উচিৎ নয়, পারলে না তাড়ালেই ভাল। মাটিতে টিকটিকি পড়ে থাকতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে টিকটিকি সরিয়ে ফেলতে হবে।
advertisement
4/6
*জ্যোতিষ মতে, টিকটিকি মাটিতে শুয়ে থাকা মানে মানুষের ঘরে দারিদ্র্য আসে। টিকটিকি বাড়ির রান্নাঘরে বা পুজোর ঘরে থাকা ভাল লক্ষণ।
*জ্যোতিষ মতে, টিকটিকি মাটিতে শুয়ে থাকা মানে মানুষের ঘরে দারিদ্র্য আসে। টিকটিকি বাড়ির রান্নাঘরে বা পুজোর ঘরে থাকা ভাল লক্ষণ।
advertisement
5/6
*টিকটিকি ঘরে সুখ ও সম্পদ নিয়ে আসে। যদি কোনও নির্দিষ্ট দিনে কোনও টিকটিকি মাটিতে ঘুরেবেড়ায় তবে অবিলম্বে তাকে তাড়িয়ে দিন এটি দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয়।
*টিকটিকি ঘরে সুখ ও সম্পদ নিয়ে আসে। যদি কোনও নির্দিষ্ট দিনে কোনও টিকটিকি মাটিতে ঘুরেবেড়ায় তবে অবিলম্বে তাকে তাড়িয়ে দিন এটি দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয়।
advertisement
6/6
*বাস্তুশাস্ত্রে রয়েছে, যদি কারও মাথায় টিকটিকি পড়ে, তার মানে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*বাস্তুশাস্ত্রে রয়েছে, যদি কারও মাথায় টিকটিকি পড়ে, তার মানে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement