Vastu: টিকটিকি দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন তো? ভয়ঙ্কর রুষ্ট হচ্ছেন দেবী লক্ষ্মী, পথের ভিখারি হবেন, জানুন জ্যোতিষীর মত
- Published by:Shubhagata Dey
Last Updated:
Lizard Vastu: টিকটিকি এমন এক সরীসৃপ, যা প্রায়শই ঘরে দেখা যায়। বাড়িতে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়, পোকামাকড় খায়। টিকটিকি নেই, এমন বাড়ি বিরল। প্রতিটি বাড়ি, দোকানে টিকটিকির দাপটে মানুষ অতিষ্ট। অনেকেই টিকটিকির সংখ্যা বেড়ে গেলে তাদের তাড়াতে রাসায়নিক ব্যবহার করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বাস্তুশাস্ত্রে রয়েছে, যদি কারও মাথায় টিকটিকি পড়ে, তার মানে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।