Lion's Gate Portal: হাতে কিন্তু সময় বেশি নেই, আজ রাত ০৮:০৮- এ করে ফেলুন এই ছোট্ট কাজ! ফল মিলবে হাতেনাতে

Last Updated:
Lion's Gate Portal: এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় সূর্য সিংহ রাশিতে রয়েছে এবং সিরিয়াস নক্ষত্র এবং কালপুরুষ বা অরিওন বেল্টের এক অবস্থানে রয়েছে। তাই এই মহাসংযোগে যদি কিছু মন থেকে চান তাহলে তার ফল পাবেন হাতেনাতে।
1/6
 বছরে এই সময় যা চাইবেন তাই পেতে পারেন। ঠিক তাই, সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই সময় লায়ন'স গেট পোর্টাল খুলতে চলেছে। অগাস্টের ৮ তারিখে কোনও কিছু চাইলে অর্থাৎ ম্যানিফেস্ট করলে তা এই সময়েই পূর্ণ হতে পারে।
বছরে এই সময় যা চাইবেন তাই পেতে পারেন। ঠিক তাই, সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই সময় লায়ন'স গেট পোর্টাল খুলতে চলেছে। অগাস্টের ৮ তারিখে কোনও কিছু চাইলে অর্থাৎ ম্যানিফেস্ট করলে তা এই সময়েই পূর্ণ হতে পারে।
advertisement
2/6
জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শাণ্ডিল্যের মতে, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার পুত্রদা একাদশীর দিনটি পাঁচটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই দিন গ্রহ-নক্ষত্রের অবস্থান অত্যন্ত অনুকূল থাকবে।
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় সূর্য সিংহ রাশিতে রয়েছে এবং সিরিয়াস নক্ষত্র এবং কালপুরুষ বা অরিওন বেল্টের এক অবস্থানে রয়েছে।
তাই এই মহাসংযোগে যদি কিছু মন থেকে চান তাহলে তার ফল পাবেন হাতেনাতে।
advertisement
3/6
এই উপায় কখন ও কীভাবে করবেন? – এই কাজ যেকোনো দিন করা গেলেও, শনিবার বা মঙ্গলবার দিনে এটি করা সবচেয়ে ফলপ্রদ ধরা হয়। – চেষ্টা করুন যেন কোনও মহিলা যেন এই বেগুন পান। – যদি কারও অসুখ থেকে থাকে, তাহলে সেই রোগীর ওপর থেকে তিনবার বেগুন ঘুরিয়ে (যেমনভাবে নজর কাটা হয়), তারপর তা ওই দরিদ্র মহিলাকে দিন। – মনে রাখবেন, কিছু পাওয়ার আশায় নয়, বরং নিঃস্বার্থভাবে সাহায্যের উদ্দেশ্যে দিন। এটাই এই উপায়ের আসল শক্তি।
কোন সময় মনস্কামনা করবেন?
এইদিন সকাল ৮টা থেকে রাত ৮টা এই ১২ ঘণ্টার সময় যে কোনও ইচ্ছাপূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
4/6
নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার প্রেমজীবন সম্পর্কে কী বলছেন তিনি।
কী করবেন?
সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে কিছু জিনিস করলে আপনি ভাল ফল পেতে পারেন।
advertisement
5/6
শুক্র-শনি-রাহু যোগ ২০২৫ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রায় আড়াই বছর পর কর্মফল দাতা এবং ন্যায়ের গ্রহ শনি রাশি পরিবর্তন করেন। এবার তিনি তার নিজস্ব রাশি কুম্ভ থেকে বৃহস্পতির রাশি মীন-এ প্রবেশ করবেন। এই পরিবর্তনের ফলে কিছু রাশির জীবনে ইতিবাচক ও নেতিবাচক পরিবর্তন আসতে পারে।
১ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন- ধুপ, প্রদীপ জ্বালান, স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

২ ধ্যান করুন-

চোখ বন্ধ করে একটি সোনালি আলোর রেখা কল্পনা করুন। আট মিনিট ধ্যান করুন।

৩ নিজের ইচ্ছা একটা জায়গায় লিখে রাখুন- নিজের ইচ্ছা একটা জায়গায় পরিষ্কার ভাবে লিখে রাখুন।

৪ নিজের ইচ্ছা জোরে জোরে বলুন- নিজের যা ইচ্ছা তা জোরে জোরে বলুন।

৫ কৃতজ্ঞতা দেখান- কোনও মনস্কামনা প্রকাশ করার পর বিশ্বের বা প্রকৃতির কাছে কৃতজ্ঞতা দেখান এবং তা যেন সত্যি হয়ে গিয়েছে এমন ভাবে ব্যক্ত করুন।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement