Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যপূর্ণ রাতে চলে তন্ত্রসাধনা! কী কী করবেন, কী ভুলেও নয়? না জানলে বড় ক্ষতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kaushiki Amavasya 2024: বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷
*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
advertisement
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
advertisement
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*কৌশিকী অমাবস্যার দিন কোনওভাবেই আমিষ খাবার খাওয়া উচিত নয়। এতে নাকি শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্র মতে, এ দিন আমিষ খেলে জীবনে অমাবস্যার কালো ছায়া বা কুপ্রভাবের বিস্তার ঘটতে পারে। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
advertisement
*কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির থেকে দূরে কোথাও না যাওয়াই ভাল। যদি বাড়ির বাইরে একান্তই যেতে হয়, তাহলে অবশ্যই তুলসী পাতা সঙ্গে রাখা উচিত। এই তুলসী পাতা সঙ্গে থাকলে তা নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে থাকে। তবে শাস্ত্র বলে, তুলসীপাতা অমাবস্যার দিন তুলতে নেই। ফলে আগের থেকেই এই পাতা তুলে রাখতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে ১০৮টি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।